বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় ভূমিকায় রাখায় প্রতিবছর সর্বোচ্চ পদক নোবেল দেওয়া হয় ব্যক্তি বা প্রতিষ্ঠানকে। এবার চলতি বছরের সম্ভাব্য নোবেল জয়ীর পুরস্কার পেতে পারেন এমন ৩০০ জনেরও বেশি ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। যেখানে জায়গা হয়েছে দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্পের।  

বুধবার নোবেল আয়োজকরা জানিয়েছেন, এই বছরের নোবেল শান্তি পুরষ্কারের জন্য ৩৩৮ জন মনোনয়ন পেয়েছেন। যার মধ্যে ২৪৪ জন ব্যক্তি ও ৯৪টি সংস্থা রয়েছে।

নোবেল আইন অনুসারে, প্রার্থীদের পরিচয় গত ৫০ বছর ধরে গোপন রাখা হলেও রাজনীতিবিদরা জানিয়েছেন, চলতি বছর এই পুরষ্কারের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এগিয়ে রয়েছেন।

চলতি বছর নোবেল মনোনয়নের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গত বছর এই সংখ্যা ছিল ২৮৬টি। তবে ২০১৬ সালে এই তালিকায় রেকর্ড ৩৭৬ জন মনোনয়ন পেয়েছিল।

আরও পড়ুন:  নবম বছরে পদার্পণ করলো রাবিপ্রবির সিএসই বিভাগ

নোবেল পুরস্কার কমিটি মনোনীতদের বিষয়ে মুখ বন্ধ রাখলেও মনোনয়নের যোগ্য ব্যক্তি ও পূর্বের নোবেল বিজয়ী, আইন প্রণেতা এবং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা তাদের প্রস্তাবিত ব্যক্তি বা সংস্থার নাম প্রকাশ করতে পারেন।

তেমনই এক ঘোষণায় সোমবার মার্কিন কংগ্রেসম্যান ড্যারেল ইসা এক্সে জানিয়েছেন, ‘তিনি ট্রাম্পকে এই মর্যাদাপূর্ণ পুরষ্কারের জন্য মনোনীত করবেন। সেই সঙ্গে তিনি বলেছেন কেউ তার চেয়ে বেশি যোগ্য নয়।’

ইসার এমন মন্তব্যের পর মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যের প্রতি ট্রাম্পের দৃষ্টিভঙ্গির কারণেই এই মনোনয়ন দেওয়া হয়েছে।

এছাড়া ইউক্রেনীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ইউক্রেনের সংসদ সদস্য ওলেকজান্ডার মেরেঝকোও নভেম্বরে ট্রাম্পকে নোবেলের জন্য মনোনয়ন দিয়েছিলেন, যাতে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের দৃষ্টি আকর্ষণ করা যায়।

আরও পড়ুন:  অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: ফখরুল

অবশ্য ট্রাম্পকে নোবেলের জন্য আগেও মনোনয়ন প্রার্থী হিসেবে প্রস্তাব করা হয়েছিল। তবে এই বছর তার মনোনয়ন বিশেষভাবে গুরুত্ব পাবে বলে মনে করছেন অনেকে।

উল্লেখ্য, গত বছর জাপানের পারমাণবিক বোমা থেকে বেঁচে যাওয়া ব্যক্তিদের দল নিহন হিডানকিও পারমাণবিক অস্ত্র নিষিদ্ধ করার প্রচেষ্টার জন্য নোবেল শান্তি পুরষ্কার পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *