বাংলাদেশ সেনাবাহিনীর অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ শুক্রবার ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি জেলার কাউখালি এলাকায় ইউপিডিএফ সন্ত্রাসীদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, অভিযানে ইউপিডিএফ তাদের চিরাচরিত কৌশল অনুযায়ী কিছু সংখ্যক পাহাড়ি নারীর মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে অভিযানে বাধা দেওয়ার অপচেষ্টা করে।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, কিছু দিন আগে কয়েকটি পাহাড়ি সশস্ত্র সংগঠনের অস্ত্র ও গোলাবারুদের চালান পার্শ্ববর্তী দেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জব্দ করে। যা পরবর্তিতে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।