সফরকালে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার বাংলাদেশের সঙ্গে বাণিজ্য, সংস্কৃতি, পর্যটনসহ বেশ কিছু খাতে সহযোগিতা জোরদারের বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।
বুধবার (৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রসচিব মো. জসিম উদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ইমরান আহমেদ সিদ্দিকী।
ইমরান আহমেদ সিদ্দিকী পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনকে লেখা একটি চিঠি হস্তান্তর করেন।
পাকিস্তানের অতিরিক্ত সচিব আজ বাণিজ্যসচিব মাহবুবুর রহমান, সংস্কৃতিবিষয়কসচিব আতাউর রহমান এবং স্বরাষ্ট্রসচিব নাসিমুল গনির সঙ্গেও বৈঠক করেন।
এর আগে সবশেষ ২০১২ সালে পাকিস্তানের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিনা রব্বানী খার বাংলাদেশ সফর করেছিলেন।