ইফতারের সময়ের আগে ভুলে কিছু খেয়ে ফেললে রোজা হবে?

ভুলবশত নির্ধারিত সময়ের আগে ইফতার খেলে বা পরে সাহরি খেলে রোজা ভেঙে যাবে। এক্ষেত্রে ইসলামী শরিয়তের বিধান হলো, ভুলবশত খাওয়ার কারণে শুধুমাত্র ওই রোজার কাজা রাখতে হবে। কাফফারারা দিতে হবে না। ( আদ-দুররুল মুখতার, ২/৪০৫)

কারণ সাহরি ও ইফতারের সময় পবিত্র কোরআনে নির্ধারিত সময়।

মহান আল্লাহ ইরশাদ করেন, ‘পানাহার করো যতক্ষণ না কালো রেখা থেকে ভোরের শুভ্র রেখা পরিষ্কার দেখা যায়। অতঃপর রোজা পূর্ণ কোরো রাত পর্যন্ত। (সুরা বাকারা, আয়াত : ১৮৭)অন্য হাদিসে এসেছে, বিশর ইবনে কায়েস (রহ.) বর্ণনা করেছেন, আমি এক রমজানে বিকেল বেলা উমর (রা.)-এর কাছে উপস্থিত ছিলাম। আকাশ মেঘাচ্ছন্ন ছিল।

উমর (রা.) সূর্য ডুবে গেছে মনে করে নিজেও পানি পান করলেন এবং আমাকেও পান করালেন। এর পরই সূর্য দেখা গেল। উমর (রা.) বললেন, সমস্যা নেই। এর বদলে আরেকটি রোজা কাজা করাই যথেষ্ট হবে।
(সুনানে কুবরা, বায়হাকি ৪/৫৬৬)আসমা (রা.) বলেছেন, রাসুল (সা.)-এর সময়ে মেঘলা দিনে আমরা সূর্য ডুবে গেছে মনে করে ইফতার করেছিলাম। পরক্ষণেই মেঘ সরে গিয়ে সূর্য প্রকাশিত হল।’ হাদিস বর্ণনাকারী হিশামকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন কি তাদের রোজা কাজা করার নির্দেশ দেওয়া হয়েছিল? তিনি বললেন, কাজা ছাড়া তো উপায় নেই। (সহিহ বুখারি, হাদিস : ১৯৫৯; সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৫৯)

আরও পড়ুন:  সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

ইবনে জুরাইজ (রহ.) বলেছেন, আমি আতা (রহ.)-কে জিজ্ঞাসা করি, রমজানের এক মেঘাচ্ছন্ন দিনে সময় হয়েছে মনে করে ইফতার করেছি। এরপর সূর্য দেখা গেল।

এখন আমি কি শুধু ওই দিনের রোজার কাজা করব, নাকি কাফফারাও আদায় করতে হবে? আতা (রহ.) বলেন, হ্যাঁ, (শুধু কাজা করবে)। (মুসান্নাফে ইবনে আবি শাইবা, হাদিস : ৯১৪৭)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *