আহ্সান হাবীবঃমাহে রমাদানের প্রথম দিনেই নামাযে উপস্থিত হয়ে ইমামতি করেছেন রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। আজ বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল লাইব্রেরির উপরের তলায় অস্থায়ী নামাজের স্থানে দুপুরে জোহরের নামাযে ইমামতি করেন তিনি।
এসময় বিশ্ববিদ্যালয়ে শিক্ষক,কর্মকর্তা,কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। নামাজ শেষে মুসলিম উম্মাহ ও বিশ্বমানবতার জন্য দোয়া করা হয়। উপাচার্যও আয়োজক কমিটিকে ধন্যবাদ জ্ঞাপন করেন।
দীর্ঘ একদশক পরে সম্মিলিত ভাবে বড় পরিসরে জামাতে নামাজ আদায় করতে পেরে খুশি সাধারণ শিক্ষার্থীবৃন্দ। এর আগেও নাম মাত্র নামাজ আদায়ের ব্যবস্থা থাকলেও তা ছিল খুব সীমিত।
এর আগে গত শুক্রবার শিক্ষার্থীদের রমাদানে নামাযের ব্যবস্থার বিষয়ে প্রশ্ন করলে উপাচার্য অস্থায়ী নামাজ ঘরের জন্য তার প্রস্তুতির কথা বলেন। প্রথম রমাদানে সব প্রস্তুতি শেষের মাধ্যমেই বড় পরিসরে নামাজ আদায়ের সুযোগ পেলো বিশ্ববিদ্যালয়ের সবাই।