ইফতারের সময় রাসুল (সা.) যে দোয়া পড়তেন

সারা দিন রোজা রেখে সন্ধ্যায় রোজা ভাঙতে হয়। এটাই ইসলামে ‘ইফতার’ নামে পরিচিত। নির্ধারিত সময়ে রোজা ভাঙার মাধ্যমে আল্লাহর প্রতি সর্বোচ্চ আনুগত্য প্রদর্শন করা হয়। এই সময়ের আছে বিশেষ গুরুত্ব ও তাৎপর্য।

 এ সময়ের দোয়া আল্লাহ কবুল করেন।রাসুল (সা.) ইফতার শুরুর আগে এই দোয়া করতেন-

اللَّهُمَّ لَكَ صُمْتُ وَعَلَى رِزْقِكَ أَفْطَرْتُ

উচ্চারণ : আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজক্বিকা আফতারতু।

অর্থ : হে আল্লাহ! আমি আপনার জন্যই রোজা রেখেছিলাম এবং আপনার রিজিক দ্বারাই ইফতার করলাম।

হাদিস : মুয়াজ ইবনে জুহরা (রা.) বলেন, তার কাছে পৌঁছেছে যে রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন এই দোয়া পড়তেন।

(সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৫৮)রাসুল (সা.) ইফতারের পর আরেকটি দোয়া পড়তেন। তা হলো-

আরও পড়ুন:  লাব্বাইক ধ্বনিতে মুখরিত আরাফাত ময়দান

 ذَهَبَ الظَّمَأُ وَابْتَلَّتِ الْعُرُوقُ وَثَبَتَ الأَجْرُ إِنْ شَاءَ اللَّهُ 

উচ্চারণ : জাহাবাজ জমাউ ওয়াবতাল্লাতিল উরুক্বু ওয়া ছাবাতাল আজরু, ইনশাআল্লাহ।

অর্থ : পিপাসা দূর হলো, শিরা-উপশিরা সতেজ হলো আর আল্লাহ তাআলার ইচ্ছায় রোজার সওয়াব লিপিবদ্ধ হলো।

হাদিস : ইবনে উমর (রা.) বলেছেন, রাসুলুল্লাহ (সা.) যখন ইফতার করতেন তখন তিনি এই দোয়া পড়তেন।

  (সুনানে আবু দাউদ, হাদিস : ২৩৫৭) 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *