শতাধিক গোয়েন্দাকে চাকরিচ্যুত করছেন তুলসী গ্যাবার্ড

মার্কিন গোয়েন্দা সংস্থার কর্মকর্তারা সংবেদনশীল তথ্য আদান-প্রদানের জন্য অত্যন্ত গোপন যোগাযোগযন্ত্র ব্যবহার করে থাকেন। তবে সেই যোগাযোগযন্ত্রে হয়েছে অশ্লীল ও যৌনতাপূর্ণ আলাপ। এমন অভিযোগে শতাধিক গোয়েন্দা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হচ্ছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালক তুলসী গ্যাবার্ড। খবর রয়টার্সের। 

গ্যাবার্ড মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) রাতে ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় নিরাপত্তা প্রশাসনের সরঞ্জামের এমন ব্যবহার বিশ্বাসের একটি গুরুতর লঙ্ঘন। তাদের এই লঙ্ঘন পেশাদারিত্বের চারপাশের মৌলিক নিয়ম এবং মানগুলোর বিরুদ্ধে ধরা হয়েছে।

তুলসী আরও বলেন,আমি তাদের সকলকে চাকরি থেকে বরখাস্ত করার একটি নির্দেশনা দিয়েছি। তাদের নিরাপত্তা ছাড়পত্র প্রত্যাহার করা হবে। গত মঙ্গলবার সিটি জার্নালের জন্য লেখক, রক্ষণশীল কর্মী ক্রিস রুফো প্রথম খবরটি প্রকাশ্যে আনেন।

আরও পড়ুন:  শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি ১৯ দিন

একই দিন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা পরিচালকের কার্যালয়ের এক মুখপাত্র সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের এক পোস্টে বলেছেন, ‘তুলসী গ্যাবার্ড সব গোয়েন্দা সংস্থায় একটি নির্দেশনা পাঠিয়েছেন।

অশ্লীল, পর্নোগ্রাফি এবং যৌনতাপূর্ণ আলাপে জড়িত এমন কর্মীদের শুক্রবারের মধ্যেই খুঁজে বের করতে বলেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *