শুক্রবার ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের আশা করছেন জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি বুধবার বলেছেন, তিনি শুক্রবার ওয়াশিংটন সফরের আশা করছেন, যেখানে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে খনিজসম্পদ চুক্তি স্বাক্ষর করতে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ভবিষ্যতের সহায়তা নিয়ে আলোচনা করতে চান। এএফপি বুধবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ট্রাম্প দাবি করেছেন, ইউক্রেনকে তাদের বিরল খনিজসম্পদের প্রবেশাধিকার যুক্তরাষ্ট্রকে দিতে হবে, যা জো বাইডেনের শাসনামলে দেওয়া যুদ্ধকালীন সহায়তার বিনিময়ে ক্ষতিপূরণ হিসেবে ব্যবহৃত হবে।

এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা মঙ্গলবার রাতে এএফপিকে জানান, কিয়েভ চুক্তির শর্ত মেনে নিয়েছে, ফলে যুক্তরাষ্ট্র ইউক্রেনের খনিজসম্পদ যৌথভাবে আহরণ করবে এবং জেলেনস্কি শুক্রবার ওয়াশিংটনে এটি স্বাক্ষর করতে পারেন।

পরে বুধবার জেলেনস্কি সাংবাদিকদের বলেন, ‘আমি সত্যিই এই সফর করতে চাই। এটি কেবল একটি শুরু, একটি কাঠামো, যা একটি বড় সফলতা হতে পারে। এই সফলতা নির্ভর করবে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আমাদের আলোচনার ওপর।’

আরও পড়ুন:  এসএসসিতে পাসের হার ৮৩.০৪, সর্বোচ্চ যশোর বোর্ডে

জেলেনস্কি বলেন, চুক্তি থেকে প্রাপ্ত রাজস্ব একটি তহবিলে জমা হবে, যা ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের যৌথ মালিকানাধীন হবে এবং বাইডেন প্রশাসনের অধীনে দেওয়া সহায়তার কারণে কিয়েভকে ‘ঋণগ্রস্ত’ হতে হবে না।

তিনি আরো বলেন, ‘আমাদের ঋণগ্রস্ত করা অন্যায্য হবে।’ইউক্রেনীয় প্রেসিডেন্ট জানান, তিনি ট্রাম্পকে জিজ্ঞাসা করবেন, যুক্তরাষ্ট্র সহায়তা পুরোপুরি বন্ধ করবে কি না এবং যদি তা হয়, তাহলে ইউক্রেন যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কিনতে পারবে কি না।

এই চুক্তির মাধ্যমে ইউক্রেন ট্রাম্প প্রশাসনের সঙ্গে সম্পর্কের উন্নতি করতে চায়, যা বর্তমানে ট্রাম্প ও জেলেনস্কির কথার লড়াইয়ের কারণে উত্তপ্ত হয়ে আছে। এ ছাড়া কিয়েভ নিরাপত্তা নিশ্চয়তাও চায়, যদিও চুক্তির বর্তমান খসড়ায় যুক্তরাষ্ট্রের জন্য কোনো নির্দিষ্ট নিরাপত্তা প্রতিশ্রুতি নেই বলে এক জ্যেষ্ঠ ইউক্রেনীয় কর্মকর্তা এএফপিকে জানিয়েছেন।

আরও পড়ুন:  রাইসির হেলিকপ্টার দুর্ঘটনায় নাশকতার প্রমাণ নেই

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *