নেদারল্যান্ডসে যাওয়া আশ্রয়প্রার্থীদের পক্ষে কাজের অনুমতি পাওয়ার সংখ্যা অত্যন্ত সীমিত।
২০২৪ সালে জারি করা ২০ হাজার ১৭২টি পারমিটের মধ্যে প্রায় অর্ধেক, অর্থাৎ ৯ হাজার ২৮১টি আশ্রয়প্রার্থীদের জন্য জারি করা হয়েছিল। এটি ২০২৩ সালের তুলনায় পাঁচ গুণ বেশি।
ইউডব্লিউভির পরিসংখ্যান অনুসারে, প্রতি পাঁচটি ওয়ার্ক পারমিটের মধ্যে একটি পরিচ্ছন্নতা খাতের সঙ্গে সম্পর্কিত। ৮ শতাংশ ক্যাটারিং খাত ও লজিস্টিক কাজের সঙ্গে যুক্ত।
ইউডব্লিউভির পরিচালক জুডিথ ডুভিন টেলিগ্রাফকে বলেন, ‘এই কাজটি আশ্রয়প্রার্থীদের ডাচ সমাজে একীভূত করতে সাহায্য করবে। এটির ফলে রেসিডেন্স পারমিট পাওয়ার আগের তাদের কাজের অভিজ্ঞতা থাকবে। যদিও এগুলো কম বেতনের চাকরি। উচ্চ দক্ষতাসম্পন্ন আশ্রয়প্রার্থীদের জন্য এটি বেশ কঠিন হতে পারে। এ ছাড়া কিছু পেশা, যেমন টেকনিশিয়ান ও নার্সদের যোগ্যতা যাচাই করতে কিছুটা সময় লাগে। কখনো কখনো তাদের অতিরিক্ত প্রশিক্ষণের প্রয়োজন হয়।’