নাম প্রকাশ না করার শর্তে ওই সূত্র সোমবার বলেন, রিয়াদে মঙ্গলবার দুই পক্ষের বৈঠক হবে।
ট্রাম্প ইউরোপজুড়ে চমক সৃষ্টি করেন, যখন তিনি রুশ প্রেসিডেন্টের সঙ্গে কূটনৈতিক আলোচনা ফের শুরুর এবং ইউরোপীয় দেশগুলো ও ইউক্রেনের অংশগ্রহণ ছাড়াই রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার ইচ্ছা প্রকাশ করেন। এ ছাড়া তিনি ইউক্রেনে যুদ্ধ শুরুর জন্য দায়ী থাকার বিষয়ে রাশিয়ার প্রচারিত বক্তব্যও পুনরাবৃত্তি করেছেন বলে মনে করা হয়।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি ‘ইউক্রেন ছাড়া ইউক্রেন নিয়ে আলোচনা’ হওয়ার সম্ভাবনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন।







