আজ রবিবার রাতে সাভারের বাংলাদেশ লোকপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের (বিপিএটিসি) পরিচালনা বোর্ডের ৬৫তম সভায় যোগ দেওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন।
অর্থ উপদেষ্টা বলেন, ‘সরকার চাল-ডাল আমদানি করছে এবং মজুদ করে রাখছে। পাশাপাশি বাজার মনিটরও করা হবে।
এ সময় মন্ত্রিপরিষদসচিব ড. শেখ আব্দুর রশীদ, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোখলেস উর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।