শনিবার রাতের বৃষ্টির পরও রাজধানী ঢাকার বায়ুদূষণের মাত্রা আশঙ্কাজনক পর্যায়ে রয়েছে। রোববার বেলা ১২ টা নাগাদ আইকিউএয়ারের মানসূচক তথ্যানুযায়ী, ১৮০ স্কোর নিয়ে বিশ্বের ১২৩টি শহরের মধ্যে ঢাকার অবস্থান তৃতীয়তে। অর্থাৎ এখানকার বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’, যা জনস্বাস্থ্যের জন্য বিপজ্জনক।
একই সময়ে, ২০৬ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকার প্রথম অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর শহর এবং ১৮২ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উগান্ডার কাম্পালা শহর।
পাশাপাশি তালিকায়, ১৮১ স্কোর নিয়ে চতুর্থ অস্থানে রয়েছে পোল্যান্ডের ক্রাকোর শহর। অর্থাৎ এই শহরগুলোর বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, বাতাসের গুণমান নির্ধারণের একিউআই স্কেল অনুযায়ী ০-৫০ ভালো, ৫১-১০০ মাঝারি, ১০১-১৫০ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর, ১৫১ থেকে ২০০ এর মধ্যে একিউআই স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়।
এছাড়া, ২০১ থেকে ৩০০ একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ থেকে ৪০০ একিউআই স্কোরকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে বিবেচনা করা হয়, যা বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্য-ঝুঁকি তৈরি করে।
দীর্ঘদিন ধরে তিলোত্তমা শহর ঢাকাও বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।
বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বায়ুদূষণ নাগরিকদের স্বাস্থ্য-ঝুঁকি বাড়াচ্ছে। বাইরে বের হলে মাস্ক পরার পরামর্শ দেওয়া হয়েছে। শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের বাড়ির বাইরে কম বের হতে বলা হয়েছে। শহরে সবুজায়ন ও গাছপালা বৃদ্ধির মাধ্যমে দূষণ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।