নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু জুনে

ত্রিপাক্ষিক চুক্তি অনুযায়ী নেপাল থেকে ভারত হয়ে বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে আগামী জুনে। নভেম্বর পর্যন্ত ৪০ মেগাওয়াট জলবিদ্যুৎ রপ্তানি করবে। রবিবার সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এ তথ্য জানান।

তিনি বলেন, চলতি বছরের জুন থেকে নভেম্বর পর্যন্ত পাঁচ মাসের জন্য নেপাল থেকে ভারত হয়ে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ পাবে বাংলাদেশ। ভবিষ্যতে বিদ্যুৎ রপ্তানির পরিমাণ বাড়বে বলে আশা প্রকাশ করেন নেপালের রাষ্ট্রদূত।

নেপালের রাষ্ট্রদূত বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ঐতিহাসিক ও চমৎকার উল্লেখ করে বলেন, নেপাল বাংলাদেশ থেকে কৃষিজাত পণ্য আমদানি করে থাকে।

বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, দুদেশের অর্থনৈতিক উন্নয়নে সম্পর্ক বাড়ানো দরকার। কৌশলগত অংশীদারিত্ব নিশ্চিত করতে দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে বাংলাদেশ কাজ করতে আগ্রহী।

আরও পড়ুন:  বাংলাদেশ-ভারতসহ ৬ দেশে ভূমিকম্প

এ সময় দু’দেশের বাণিজ্য পরিধি বাড়ানোর মাধ্যমে উভয় দেশই লাভবান হবে বলে উল্লেখ করেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *