আজ অমর একুশে ফেব্রুয়ারি। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। রক্তপ্লাবনের ইতিহাস দিয়ে গড়া বাঙালির আত্মপরিচয় ও আত্মত্যাগের দিন। রাষ্ট্রভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হলো আজ।
যথাযোগ্য মর্যাদায় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে ‘আমরা মুজিব’। একুশের প্রথম প্রহরে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের ব্রুকলিনে আমরা মুজিব সংগঠনটির অফিস প্রাঙ্গনে স্থাপিত শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময় আমরা মুজিব, নিউইয়র্কের সংগঠনটির সদস্যদের এবং বাংলা ভাষাভাষী বাঙ্গালীদের অংশগ্রহণে ভাষা সৈনিকদের প্রতি সম্মান জানানো হয়েছে।
এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা কমিটির সদস্য নোয়াব, তুহিন, তাহের, কাউসার, লিটন, কবির।
এছাড়া উপস্থিত ছিলেন হামিদ, শাহাদাত, মাক্সুদ, মঞ্জুর সহ শতাধিক নেতাকর্মী।
উল্লেখ্য, ১৯৫২ সালের একুশে ফেব্রুয়ারি মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক, সালাম, বরকত, শফিউর, জব্বাররা। তাঁদের রক্তে শৃঙ্খলমুক্ত হয়েছিল দুঃখিনী বাংলা বর্ণমালা, মায়ের ভাষা। একুশে ফেব্রুয়ারি বাঙালির কাছে চিরপ্রেরণার প্রতীকে পরিণত হয়েছে। মাতৃভাষার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে বাঙালি জাতি যে ইতিহাস রচনা করেছিল, শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্ব তাকে বরণ করেছে সুগভীর শ্রদ্ধায়। বাঙালির এই মহান আত্মত্যাগ এ অর্জন ১৯৯৯ সালে ইউনেস্কো কর্তৃক স্বীকৃতি। সেই থেকে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে বিশ্বসভায় স্বীকৃতি পায়।