সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে দল বানালে কখনোই মানবো না: ফখরুল

নিজেদের স্বার্থে ফ্যাসিস্টদের জায়গা করে দিলে বিএনপি তা মানবে না জানিয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারে বসে সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছালে জনগণ মেনে নেবে না।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম কর্মসূচিতে যোগ দিয়ে এসব কথা বলেন তিনি।

সরকারে থেকে সব সুযোগ-সুবিধা নিয়ে রাজনৈতিক দল গোছানো জনগণ মেনে নেবে না উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, অন্তর্বর্তীকালীন সরকার নিরপেক্ষ থাকতে না পারলে নতুন সরকারের প্রয়োজন পড়বে।

এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়।

আরও পড়ুন:  সপ্তাহের শেষে বৃষ্টিপাতের প্রবণতা বেড়ে তাপমাত্রা কমতে পারে

আদৌ জাতীয় নির্বাচন নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার আন্তরিক কি না- তা নিয়ে সন্দেহ সৃষ্টি হওয়ার কারণ আছে বলেও মন্তব্য করেন তিনি।

ফ্যাসিস্টদের লোকেরা মাফ চেয়ে নির্বাচনে অংশ নিতে চায়, তাহলে তারা অংশ নিতে পারবেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীবের এ কথা তুলে ধরে মির্জা ফখরুল আরও বলেন, তার কথা এটাই প্রমাণিত হয়েছে, তারা নিজেদের স্বার্থে ফ্যাস্টিটদেরও জায়গা করে দিতে চায়।

এসময় বিএনপি মহাসচিব উপস্থিত নেতাকর্মীদের প্রশ্ন করেন, ‘এটা কি আপনারা মেনে নিতে পারবেন? মানবেন?’ ওই সময় উপস্থিত নেতাকর্মীরা না, না বলে জবাব দেন।

মির্জা ফখরুল আরও বলেন, অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারালে আরেকটি নিরপেক্ষ সরকার দরকার হবে, আমার এমন মন্তব্যের পর অনেকে বলেছিল, আমরা আরেকটি এক এগার চাচ্ছি। কিন্তু খেয়াল করলে সবাই বুঝবে, এক-এগারোতে সবচেয়ে বড় ভুক্তভোগী আমরা (বিএনপি)। তাই হুঁশিয়ার করে বলতে চাই, আবারও এক-এগারোর চেষ্টা কিংবা চিন্তা করলে জনগণ তা কখনোই মেনে নেবে না।

আরও পড়ুন:  অন্তর্বর্তী সরকারের রোডম্যাপ নিয়ে ধোঁয়াশা কাটেনি: ফখরুল

দেশজুড়ে চলছে বিএনপির সদস্য ফরম নবায়ন ও সংগ্রহ কার্যক্রম-এর ধারাবাহিকতায় সকালে ঢাকা মহানগর ছাত্রদল শুরু করেছে সদস্য ফরম নবায়ন এবং নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম।

গণঅভ্যত্থান পরবর্তী নতুন ধারার ছাত্র রাজনীতি’ শীর্ষক আলোচনা সভায় ছাত্র এবং ঢাকা মহানগর বিএনপির নেতারা বলেন, ফ্যাসিবাদের একটি অংশ বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা করছে, সতর্ক থাকতে হবে।

এদিকে, বুধবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে যোগ দিয়ে দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু দাবি করেন, নির্বাচন বানচাল করতে দেশে বিভিন্ন বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে। বিশৃঙ্খলা বন্ধ করে সুষ্ঠু নির্বাচনের আহ্বান জানান এ বিএনপি নেতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *