আমেরিকা ফেরত ভারতীয়দের জায়গা দেবে কোস্টারিকা

আমেরিকা থেকে যেসব অবৈধ ভারতীয় অভিবাসীকে ফেরত পাঠানো হচ্ছে, তাদের জায়গা দেবে মধ্য আমেরিকার দেশ কোস্টারিকা। জানা গেছে, মধ্যপ্রাচ্য ও ভারতের ২০০ অভিবাসী যাচ্ছেন সেখানে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, বুধবার যুক্তরাষ্ট্রের একটি যাত্রীবাহী প্লেনে মধ্য এশিয়া বা মধ্যপ্রাচ্য এবং ভারত থেকে অন্তত দুইশ’ ব্যক্তি ওই দেশে গিয়ে নামবেন। কোস্টারিকা তাদের স্বাগত জানাতে প্রস্তুত।

বুধবার যারা গিয়ে পৌঁছাবেন, তাদের একটি অস্থায়ী অভিবাসী ক্যাম্পে রাখা হবে বলে জানিয়েছে কোস্টারিকা কর্তৃপক্ষ। এই ক্যাম্পটি পানামা সীমান্তের কাছে তৈরি করা হয়েছে। সেখান থেকেই এসব ব্যক্তিকে নিজ দেশে পাঠানোর ব্যবস্থা করবে।

ইন্টারন্যাশনাল অপারেশন ফর মাইগ্রেশন ও যুক্তরাষ্ট্র এর জন্য অর্থ ব্যয় করবে বলে জানানো হয়েছে। তবে ওই অভিবাসীদের কোস্টারিকা থেকে কবে তাদের দেশে পাঠানো হবে, তা এখনও জানানো হয়নি।

আরও পড়ুন:  নিউ ইয়র্কে সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেক সংবর্ধিত

এর আগে পানামা ও গুয়েতামালা একই কাজ করেছিল। এবার কোস্টারিকা জানিয়েছে, যুক্তরাষ্ট্র যেসব অবৈধ অভিবাসনপ্রত্যাশীকে ডিপোর্ট করছে, তাদের নিজেদের দেশে জায়গা দিতে চায় তারা। কোস্টারিকার প্রেসিডেন্টের অফিস আনুষ্ঠানিকভাবে এ কথা ঘোষণা করেছে। সূত্র: নিউ ইয়র্ক টাইমসডয়চে ভেলেএনডিটিভি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *