কয়েক দিনের মধ্যে শুরু হতে পারে রাবিপ্রবির মাস্টার প্ল্যানের কাজ, ভবনের স্থান ও লে-আউট হস্তান্তর সম্পন্ন

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) মুক্তিযুদ্ধ কর্ণারের সম্মেলন কক্ষে রাবিপ্রবি মাস্টার প্ল্যান অনুযায়ী শিক্ষা প্রকৌশল অধিদপ্তরকে ৪ টি অত্যাবশ্যকীয় ভবনের স্থান ও লে-আউট হস্তান্তর করা হয়। প্রকল্পের চারটি অত্যাবশকীয় ভবনগুলো  আগামী কয়েকদিনের মধ্যে দ্রুত কাজ শুরু করার জন্য গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে।

হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ড. মোঃ আতিয়ার রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা প্রধান কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী  মোঃ শাহজাহান আলী, নির্বাহী প্রকৌশলী জনাব এস এম সাফিন হাসান, মোঃ জাফর আলী সিকদার, সহকারী প্রকৌশলী  , শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, ঢাকা, জনাব বিজক চাকমা, নির্বাহী প্রকৌশলী, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাবিপ্রবি’র বিভিন্ন বিভাগের শিক্ষক, রাবিপ্রবি’র প্রকৌশলীগণ  ,কর্মকর্তা ও কর্মচারীগণ।

আরও পড়ুন:  তিন বছরের ঋণের পরিকল্পনা জানতে চাইবে আইএমএফ

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবিপ্রবি স্থাপন প্রকল্প (২য় সংশোধিত) এর প্রকল্প পরিচালক (ভারপ্রাপ্ত) ও পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) জনাব আবদুল গফুর।

সভায় রাবিপ্রবি ক্যাম্পাসের সভা শেষে রাবিপ্রবি’র মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আতিয়ার রহমান সহ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে মাস্টার প্ল্যান অনুযায়ী চারটি অত্যাবশকীয় ভবনের জায়গা পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *