সিন্ডিকেটমুক্ত হলো সন্দ্বীপের সব নৌ-ঘাট

সন্দ্বীপবাসীর সেবা সহজীকরণের লক্ষ্যে কুমিরা ও গুপ্তছড়ার ঘাটসমূহের শুল্কায়ন, নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা এককভাবে সরাসরি বিআইডব্লিউটিএ’র অধীনে রেখে উন্মুক্তকরণের লক্ষ্যে বিআইডব্লিউটিএ ও জেলা পরিষদ, চট্টগ্রাম এর মধ্যে সমঝোতা স্মারক অনুষ্ঠান আজ ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম বোট ক্লাবে অনুষ্ঠিত হয়।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ ইউসুফ।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠারে আরও উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ-এর চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম, পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম সানতু, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোঃ দিদারুল আলমসহ জেলা প্রশাসন, চট্টগ্রাম, বিআইডব্লিউটিএ ও জেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *