মিছিল নিয়ে তোফায়েল আহমেদের ‘প্রিয় কুটিরে’ আগুন

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের ভোলার গাজিপুর রোডে প্রিয় কুটিরে  হামলা ও অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ জনতা। গতকাল বুধবার রাত পৌনে একটার দিকে আগুন দেওয়া হয়। 

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সাড়ে ১২টার দিকে ভোলা শহরের বাংলা স্কুল মাঠ এলাকা থেকে বিক্ষুব্ধ জনতার একটি মিছিল বের হয়। মিছিলটি চকবাজার, নতুন বাজার ঘুরে গাজিপুর রোড যায়। এসময় মিছিলকারীরা গাজিপুর রোডের ‘প্রিয় কুটির’ নামের তোফায়েল আহমেদের বাড়িতে ভাঙচুর চালানো হয়। একপর্যায়ে আগুন দেয় জনতা। বাসার ভেতর থেকে কিছু আসবাবপত্র রাস্তায় আগুন দেওয়া হয়।

এ দিকে বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি। সদর থানার ওসির মোবাইল ফোনে একাধিকার কল করা হলেও তাকে পাওয়া যায়নি। এছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও তোফায়েল আহমেদের পরিবারের কোনো সদস্যের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন:  অর্থনীতি পুনরুদ্ধার করে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ: প্রধান উপদেষ্টা

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *