বিমানের টিকিটের উচ্চ ভাড়া রোধে কমিটি গঠন : সচিব রুহুল আমিন

প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমিন বলেছেন, ‘বিমানের টিকিটের ঊর্ধ্বগতি নিরসনে একটি কমিটি গঠন করা হয়েছে। সেই কমিটি উচ্চ ভাড়া রোধে কাজ করছে। কলিং ভিসা থাকা সত্ত্বেও যারা মালয়েশিয়া যেতে পারেননি তাদের একটি অংশকে প্রথম ধাপে এপ্রিলে পাঠানো হবে।’

আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে রিক্রুটিং এজেন্সির সদস্যদের স্মারকলিপি গ্রহণ করে গণমাধ্যমে এসব কথা জানান মো. রুহুল আমিন।

এ সময় তিনি বলেন, ‘সৌদি আরবে কর্মীদের সমস্যা নিয়েও লেবার উইং কাজ করছে। এর আগে সকাল ১১টা থেকে সৌদি আরবগামী কর্মীদের ভিসা জটিলতা বন্ধ, বিদেশগামী কর্মীদের এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য কমানো ও মালয়েশিয়া শ্রমবাজারে ফের সিন্ডিকেট করার অপতৎপরতা বন্ধের দাবিতে মানববন্ধন করে রিক্রুটিং এজেন্সির সংগঠন বায়রা।’

আরও পড়ুন:  গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী

তারা বলেন, ‘জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) সঙ্গে রিক্রুটিং এজেন্সির সম্পর্ক চোর-পুলিশের মতো।’ বিএমইটি থেকে কোনো সহযোগিতা না পাওয়ারও অভিযোগ করেন রিক্রুটিং এজেন্সির মালিকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *