বর্ধিত ভ্যাট প্রত্যাহার করায় যেসব পণ্যের দাম কমবে

কয়েকটি পণ্যের ওপর বর্ধিত ভ্যাট প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর। বর্ধিত ভ্যাট প্রত্যাহর করা হয়েছে ওষুধ, মোবাইফোন-ইন্টারনেট, রেস্তোরা ও ওয়ার্কসপ খাতে। ভ্যাট বৃদ্ধির কারণে এসব পণ্যের দাম বৃদ্ধি পেয়েছিল। তবে ব্যাবসায়ীরা বলছেন, ভ্যাট প্রত্যাহারের কারণে বর্ধিত দাম কমে এসব পণ্য পূর্বের দামে ফিরবে।

আজ বুধবার প্রজ্ঞাপনের মাধ্যমে এই ভ্যাট প্রত্যাহারের কথা জানান এনবিআর।

এতে বলা হয়, গত ৯ জানুয়ারি সরকার ভ্যাট আইন সংশোধন করে কিছু পণ্যের ওপর ভ্যাট আরোপ করেছিল। পরে নাগরিক সমাজ ও বিভিন্ন পেশাজীবিদের অনুরোধ ও বৃহত্তর জনস্বার্থে এই বর্ধিত ভ্যাট প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ওষুধ শিল্পের ওপর ব্যবসায়িক পর্যায়ে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহার করে পূর্বের হার ২.৪% বলবৎ রাখা হয়েছে।

আরও পড়ুন:  কাল থেকে মেট্রোরেলে সব ধরনের যাত্রীসেবা বন্ধের ঘোষণা
এ ছাড়া মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।থ্রি-স্টার, ফোর-স্টার এবং ফাইভ স্টার হোটেল ব্যতীত অন্য সকল রেস্তোরাঁয় অতিরিক্ত আরোপিত ভ্যাট সম্পূর্ণরূপে প্রত্যাহার করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ আছে।

মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপ সেবার ক্ষেত্রে বৃদ্ধিকৃত ভ্যাটের হার সম্পূর্ণ প্রত্যাহারের সিদ্ধান্তের কথাও প্রজ্ঞাপনে জানায় এনবিআর। এ ছাড়াও নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোশাক বিপণন এর ক্ষেত্রে সেবার ভ্যাটের হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

৯ জানুয়ারি শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেয় এনবিআর। এর পর থেকেই বাড়তি ভ্যাট ও শুল্কের বিরোধিতা করে আসছে ব্যবসায়ী ও গ্রাহকরা।

আরও পড়ুন:  লালদিয়া–পানগাঁও টার্মিনাল : দুই বিদেশি কোম্পানিকে ১০ বছর করমুক্ত সুবিধা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *