ফুলশয্যার রাতে বন্দুক হাতে ইয়ামি, হতবাক স্বামী!

এক নব দম্পতি ফুলশয্যার রাতে একে অপরের পাশে বসে রয়েছেন। দুজনেই ভীষণ লাজুক। কিন্তু হঠাৎ করেই দরজায় ধাক্কা দেয় এক অপরিচিত ব্যক্তি। তারপরে মাত্র কয়েক সেকেন্ডের অপেক্ষা।

একের পর এক ব্যক্তি ঢুকে পড়ে ফুলশয্যার ঘরে। এরপরই চমকে দেওয়ার মতো ঘটনা। যেখানে স্ত্রীকে বাঁচাবে স্বামী, সেখানে স্বামীকে বাঁচাতে গুলি চালায় স্ত্রী! আর স্ত্রীর এমন বন্দুকবাজি দেখে রীতিমতো হতবাক স্বামী! এমন দারুণ টুইস্টের এক গল্পে নেটফ্লিক্সে প্রকাশ হলো ‘ধুম ধাম’ সিনেমার টিজার। ইয়ামি গৌতম এবং প্রতীক গান্ধী অভিনীত এই সিনেমার টিজার দেখে রীতিমতো মুগ্ধ দর্শকরা।

ফুলশয্যার রাত কিভাবে রোমাঞ্চিত মোড় নিল, সেই গল্পই দেখা যাবে এই সিনেমায়। সিনেমাটি মুক্তি পাবে আগামী ১৪ ফেব্রুয়ারি অর্থাৎ ভ্যালেন্টাইন ডে উপলক্ষে সিনেমাটি বড় পর্দায় দেখতে পাবেন সবাই।টিজার দেখে বোঝাই যাচ্ছে, স্বামী ভীষণ সাদামাটা একজন মানুষ। দুই বিপরীত স্বভাবের দুই মানুষের বিয়ের গল্প দেখানো হয়েছে এই সিনেমায়।

আরও পড়ুন:  বাতের ব্যথায় ভরসা হতে পারে কালিজিরা
এটি পরিচালনা করেছেন ঋষভ শেঠ। প্রযোজনা করেছেন বি৬২ স্টুডিও এবং জিও স্টুডিও।

সিনেমাটি প্রসঙ্গে প্রযোজক আদিত্য ধর এবং লোকেশ ধর বলেন, আমরা এমন একটি সিনেমা তৈরি করতে চেয়েছিলাম যেটি হবে সম্পূর্ণ বিনোদনমূলক। সিনেমায় যেমন হাস্যরস থাকবে তেমন অ্যাকশনও থাকবে। নেটফ্লিক্স-এর সহযোগিতা পেয়ে আমরা সত্যি ভীষণ খুশি।

ইয়ামি এবং প্রতীক দুজনেই দুর্দান্ত কাজ করেছেন।প্রযোজক জ্যোতি দেশপান্ডে বলেন, আমরা একটি পাওয়ার প্যাকড বিনোদন তৈরি করতে পেরে ভীষণ খুশি। গল্পটি এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে প্রত্যেকটি টুইস্ট আপনাকে চমক দেবে। এক কথায়, একটি কখনও না ভোলার মতো গল্প দেখতে চলেছেন আপনি।

নেটফ্লিক্স ইন্ডিয়ার অরিজিনাল ফিল্মসের ডিরেক্টর রুচিকা কাপুর শেখ বলেন, ‘ধুম ধাম’ হল কমেডি এবং অ্যাকশনের একটি অনবদ্য মিশ্রণ। বিয়ের রাতে এমন একটি ঘটনা ঘটে, যার পর পাল্টে যায় দুজনের জীবন। আগামী ১৪ ফেব্রুয়ারি এমন একটি দুর্দান্ত প্রেমের গল্প দেখতেই হবে আপনাকে।

আরও পড়ুন:  প্যারিস অলিম্পিক : আর্জেন্টিনার বিদায়, সেমিফিইনালে ফ্রান্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *