সাবেক এমপি ও এফবিসিসিআই সভাপতি মহিউদ্দিন গ্রেফতার

ঢাকা-১০ আসনের সাবেক সংসদ সদস্য ও ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এফবিসিসিআই) সাবেক সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করে উত্তরা পশ্চিম থানা পুলিশ। ছাত্র-জনতার আন্দোলনে হত্যার ঘটনায় উত্তরা পশ্চিম থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।

উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান গ্রেফতারের বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় শফিউল ইসলাম মহিউদ্দিন বাসায় অবস্থান করছেন। এমন সংবাদে উত্তরা পশ্চিম থানা পুলিশ তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি হাফিজুর বলেন, শফিউল ইসলাম মহিউদ্দিনের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যার ঘটনায় মামলা রয়েছে। ওই মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে। আগামীকাল বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে রিমান্ড চেয়ে তাকে আদালতে সোপর্দ করা হবে।

আরও পড়ুন:  হোয়াটসঅ্যাপে ভিডিও কলে আসছে নতুন সুবিধা

গ্রেফতার শফিউল ইসলাম মহিউদ্দিন ২০২০ সালের ঢাকা-১০ আসনের উপ-নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগপন্থি একজন ব্যবসায়ী নেতা এবং এফবিসিসিআই ও বিজিএমইয়ের সাবেক সভাপতি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *