যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার কোনও সম্ভাবনা নেই কানাডার: জাস্টিন ট্রুডো

কানাডাকে যুক্তরাষ্ট্রের অংশ হওয়ার প্রস্তাব নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তা নাকচ করে দিয়েছেন সদ্য প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেওয়া কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো।

মঙ্গলবার দিবাগত রাতে ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানিয়েছেন তিনি।

স্ট্যাটাসে তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে, এমন কোনও সম্ভাবনা নেই।

তিনি এও বলেন, আমাদের দুই দেশের কর্মী এবং সম্প্রদায় একে অপরের সবচেয়ে বড় বাণিজ্য এবং নিরাপত্তা অংশীদার হওয়া থেকে উপকৃত হয়।

এর আগে ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে বলেন, কানাডার জনগণ নিজের দেশকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হিসেবে দেখতে চায়। আর এ বিষয়টি বুঝতে পেরেই পদত্যাগ করেছেন ট্রুডো।

আরও পড়ুন:  অন্তর্বর্তীকালীন সরকারে আসতে পারেন যারা

ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে কানাডার একীভূত হয়ে দেশটির ৫১তম অঙ্গরাজ্যে পরিণত হওয়া উচিত। কানাডা যদি যুক্তরাষ্ট্রের সঙ্গে একীভূত হয়, তাহলে দেশটিকে কোনো বাণিজ্য শুল্ক দিতে হবে না, করের পরিমাণও কমবে।

প্রসঙ্গত, সোমবার (৬ জানুয়ারি) তার দল লিবারেল পার্টির নেতাদের ক্রমবর্ধমান চাপে কানাডার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন জাস্টিন ট্রুডো। দেশটির রাজধানী অটোয়াতে তার বাসভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

এসময় ট্রুডো বলেন, তার দল নতুন নেতা নির্বাচন করার পর দলীয় প্রধান ও প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন তিনি।

৫৩ বছর বয়সী জাস্টিন ট্রুডো ২০১৫ সালের নির্বাচনে জিতে প্রথমবারের মতো কানাডার প্রধানমন্ত্রী হন। তারপর আরও দুটি নির্বাচনে জয়লাভ করে টানা প্রায় ১০ বছর কানাডার ক্ষমতায় থাকার স্বাদ পান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *