“রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসাবে আমি একজন অসাম্প্রদায়িক ও শিক্ষার্থীবান্ধব উপাচার্য চাই ৷ বিশ্ববিদ্যালয়ের সকল সংকট দ্রুততার সাথে নিরসন করবেন । যিনি অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে একাডেমিক মান উন্নয়ন, গবেষণা প্রসার, এবং শিক্ষার্থীদের সমস্যার সমাধানে কার্যকর ভূমিকা রাখবেন। আর পাশাপাশি প্রশাসনিক দক্ষতা, নৈতিকতা এবং নিরপেক্ষতার মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন করবেন – নাসির উদ্দিন অর্ণব(শিক্ষার্থীম্যানেজমেন্ট বিভাগ)
তিনি আরো বলেন, “আমি একজন ভিসি চাই যিনি শিক্ষার মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের জনগোষ্ঠীর সামাজিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিক উন্নয়ন নিশ্চিত করতে ভূমিকা রাখতে পারেন এবং তাঁর নেতৃত্ব বিশ্ববিদ্যালয়কে শুধু জ্ঞানচর্চার কেন্দ্র নয়, বরং সম্প্রীতি ও উন্নয়নের প্রতীক হিসেবে গড়ে তুলবে-হৃদয় চাকমা (শিক্ষার্থী,সিএসই বিভাগ)