সাময়িক বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক অতিরিক্ত উপকমিশনার সানজিদা আফরিনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালে তিনি বরিশাল রেঞ্জে সংযুক্ত থাকবেন।

আজ রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে তাঁকে বরখাস্ত করার কথা জানানো হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সানজিদাকে সরকারি চাকরিবিধি আইনে বরখাস্ত করা হয়েছে এবং বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে হত্যার দুটি মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সালমান এফ রহমান এবং ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানকে অব্যাহতি দিয়ে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করেছিলেন গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক জাহাঙ্গীর আরিফ। কিন্তু আদালতে ওই প্রতিবেদন জমা দেওয়ার আগেই বিষয়টি জানাজানি হয়। এ ঘটনায় পরিদর্শক জাহাঙ্গীর আরিফকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

আরও পড়ুন:  উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত ১, দগ্ধ ৩০ জনের বেশি

ডিবি সূত্র বলছে, জিজ্ঞাসাবাদে পরিদর্শক জাহাঙ্গীর দাবি করেছেন, অতিরিক্ত উপকমিশনার (এডিসি) সানজিদা আফরিনের নির্দেশে তিনি কাজটি করেছেন।

তবে এ অভিযোগ অস্বীকার করেছেন এডিসি সানজিদা। তিনি গণমাধ্যমকে বলেন, এ ধরনের কোনো সিদ্ধান্ত তিনি দেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *