নতুন বছরে নবীনদের বরণ করবে রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ আগামী বছরের ২রা জানুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে। রবিবার (২৯ নভেম্বর) একাডেমিক শাখার উপ-রেজিস্ট্রার মাহবুব আরা সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের আর্থিক,প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা বলেন, ”আমাদের নবীন শিক্ষার্থীদেরকে বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে অগ্রিম শুভেচ্ছা এবং পাহাড়ের অপরূপ সৌন্দর্যের ক্যাম্পাসে স্বাগতম জানাচ্ছি। আমরা তাদের গুণগত শিক্ষা নিশ্চিতে কাজ করে যাবো”।

২০২৪ সালের নবীনবরণ ২০২৫ সালে কেন হচ্ছে এমন প্রশ্নের জবাবে ড.নিখিল আরো বলেন” জিএসটি ভর্তির দীর্ঘসূত্রিতা, আমাদের শ্রেণিকক্ষ সংকট ও চলমান ব্যাচসমূহের পরীক্ষা চলমান থাকায় নতুন ব্যাচ এসে যাতে কোন সমস্যায় না পড়ে এজন্য আমরা একটু বিলম্ব করে শুরু করছি”।

আরও পড়ুন:  এইচএসসির ফরম পূরণের তারিখ ঘোষণা

নতুন বছরে নবীনদের আগমনে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি স্থান কানায় কানায় পরিপূর্ণ হবে ও রাবিপ্রবি নবীনদের সাজে নতুন করে জেগে উঠবে এমনই আশা প্রবীণদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *