নিজস্ব প্রতিবেদকঃ ”দৃষ্টির অগোচরে যারা থেকে যায় আমরা তাদের মূল্যায়ন করতে চাই” এমন কথা জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল। গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
কম্বল বিতরণ কার্যক্রমে আরো উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান রিংকু, আব্দুল জলিল আমিনুল, কেন্দ্রীয় ছাত্রদলের তথ্য ও গবেষণা সম্পাদক মাহমুদ ইসলাম কাজল, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক রুবেল পারভেজ, তথ্য ও গবেষণা সম্পাদক জারিফ রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ছাত্রনেতা সাগর, সদস্য আলম বাদশা, আব্দুর রউফ, রাসেল রানা, নাজমুল ইসলাম, রাহাত ওমর ফারুক, জিয়া হল ছাত্রদলের সামির সাদিক, এস এম হল আসিফ ও মাহফুজ এবং সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় তিনি আরো জানান”শীতে অন্যান্য দরিদ্র মানুষের মাঝে বিভিন্ন সময় বিভিন্ন কিছু বিতরণ করা হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের হলের ক্যান্টিন কর্মচারী, হলের স্টাফ, ক্যাম্পাসের বিভিন্ন দোকানের কর্মচারী এবং ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বসবাসরত ছিন্নমূল মানুষ দৃষ্টির অগোচরেই থেকে যায়। এবার আমরা এসব মানুষকে নিয়েই কাজ শুরু করেছি। সবার দিকে সমান দৃষ্টি দিয়েই এগিয়ে যেতে চাই”।
কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতারা জানান, শীতার্ত মানুষের দুঃখ-কষ্ট লাঘব করার লক্ষ্যে তারা এ ধরনের উদ্যোগ নিয়েছেন। ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা রয়েছে বলে তারা জানান। এই কর্মসূচিতে সিনিয়রদের অনুদানের প্রতি কৃতজ্ঞতাও স্বীকার করেন তারা।
উল্লেখ্য গতকাল শনিবার (২৮ডিসেম্বর) দিবাগত রাতে ছাত্রদলের নেতাকর্মীরা এ কার্যক্রম পরিচালনা করেন।
//এএইচ