ভারত সম্ভবত শেখ হাসিনাকে প্রত্যর্পণ করবে না

ছাত্র-জনতার আন্দোলনের মুখে ভারতের পালিয়ে যাওয়া শেখ হাসিনাকে দেশটি সম্ভবত প্রত্যর্পণ করবে না। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ভারতের স্বার্থ রক্ষা করেছেন; সহযোগিতা করেছেন। এ জন্য তাঁর প্রত্যর্পণ ভারতের অন্য মিত্রদের কাছে ভুল বার্তা পাঠাবে।

সূত্রের বরাত দিয়ে শুক্রবার ভারতের দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে। ‘ভারত সম্ভবত শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে দেবে না’ শীর্ষক ওই প্রতিবেদনের শুরুতে বলা হয়, বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ভারতের কাছে করা অনুরোধটি বিভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়েছে। এসব চ্যালেঞ্জের মধ্যে দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির সীমাবদ্ধতাও রয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে গণমাধ্যমটি জানায়, ভূরাজনৈতিক কারণ বিবেচনায় নিয়ে ভারত তার ঘনিষ্ঠ মিত্রদের একজনকে ত্যাগ করবে না। বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী, ‘রাজনৈতিক প্রকৃতির’ যে কোনো অনুরোধ নিয়ে জোরাজুরি করা যায় না। ভারতের উচ্চ পর্যায়ের সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে দাবি করা হয়, বাংলাদেশের বর্তমান ড. মুহাম্মদ ইউনূসের সরকার হাসিনার প্রত্যর্পণে চাপ দিচ্ছে। তবে এ প্রত্যর্পণ হলে ভারতের প্রতিবেশী ও দূরের মিত্র দেশগুলোর কাছে ভুল বার্তা যাবে।

আরও পড়ুন:  হাসিনা-কাদেরসহ ১২ জনের বিরুদ্ধে ইন্টারপোলে ‘রেড নোটিশ’ জারির আবেদন

প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা  ভারতের স্বার্থ রক্ষা করেছেন; তিনি চরমপন্থিদের দমন করেছেন এবং উপ-আঞ্চলিক সহযোগিতা বাড়িয়েছেন। এসব বিবেচনায় ভারত প্রত্যর্পণের অনুরোধের বিষয়টি সতর্কভাবে খতিয়ে দেখবে। এটা করতে কয়েক মাসও লেগে যেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *