সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরামের দ্বিবার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত

সন্দ্বীপ ডেভেলপমেন্ট ফোরাম ঢাকা কর্তৃক আয়োজিত দ্বিবার্ষিক সম্মেলন ও গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ ডিসেম্বর ঢাকার সাভারে হেমায়েতপুরে লাজ পল্লিতে এ সভা অনুষ্ঠিত হয়।এ সময় দ্বীপের চিঠি নামে একটি ম্যাগাজিনের মোড়ক উন্মোচন করা হয়।
ফোরামের সভাপতি নুরুল আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্ট শিক্ষাবিদ, চেরী ব্লোসমস ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ড. সালেহা কাদের,কর্নেল দিদারুল আলম (বীর প্রতীক), সেলিনা চৌধুরী, প্রকাশনী তামজিদুর রহমান, ড. মোহাম্মদ দিদারুল আলম, প্রকৌশলী আব্দুল হান্নান, কামরুল হাসান, হাসান মাহমুদ, বীর মুক্তিযোদ্ধা আলী হায়দার চৌধুরী বাবলু, সালেহা বেগম, সাবেক অতিরিক্ত সচিব তপন বণিক, আব্দুর রহমান, আমিন রসূল বাবুল সহ প্রমূখ।
অনুষ্ঠানটিতে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফওজুল কবির এবং করবি রাকসান ধ্রুব সংবর্ধিত হন।
সংবর্ধিত ফওজুল কবির খানের জীবনী পাঠ করেন ডঃ প্রশান্ত ব্যানার্জি এবং করবি রাকসান্দ ধ্রুবর জীবনী পাঠ করেন এস এম যাহিদুল আলম সুমন।
এছাড়া অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সরোয়ার জাহান।
প্রধান অতিথি ড. ফওজুল কবির খান বলেন, সন্দ্বীপে খুব শীঘ্রই চালু হবে ফেরী। এছাড়া সি ট্র্যাকেরও ব্যবস্থা করা হবে যেটা তিনশ- চারশ যাত্রী বহন করতে পারবে।
তিনি আরো বলেন, ফেরী চালু হলে আমরা কয়েকজন উপদেষ্টাগণ সন্দ্বীপ যাবো এবং সড়ক তৈরীর ব্যাপারে পর্যবেক্ষণ করবো। আমার একটি বাসে করে সন্দ্বীপ যাওয়ার স্বপ্ন যেখানে লেখা থাকবে ঢাকা- সন্দ্বীপ অথবা চট্টগ্রাম – সন্দ্বীপ।
অনুষ্ঠানের দ্বিতীয় অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়। এরপর বিকেলে রাফেল ড্র এবং ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সকলের মিলনমেলা পরিণত হয় এক টুকরো সন্দ্বীপ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *