জাকের-শামীমকে ‘স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কার দিতে সুপারিশ বিশপের

সদ্য সমাপ্ত ওয়েস্ট ইন্ডিজ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে জাকের আলি-শামীম পাটোয়ারীর স্পোর্টসম্যানশিপে মুগ্ধ হয়েছেন ইয়ান বিশপ। এ বছরের ‘আইসিসি স্পিরিট অব ক্রিকেট’ পুরস্কারটা এ দুজনেরই প্রাপ্য বলে মনে জনপ্রিয় ধারাভাষ্যকার ও সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

বাংলাদেশর ব্যাটিং ইনিংসের ১৪তম ওভারের ঘটনা। গুড়াকেশ মোতির করা ওভারের প্রথম বল মিড উইকেটের উপর দিকে মারার চেষ্টা করেন জাকের। তবে টাইমিং না হয়ায় উচ্চতা কিংবা দূরত্ব কোনোটাই পাননি, সীমানায় দাঁড়িয়ে থাকা ফিল্ডার ওবেদ ম্যাকয়ের খানিকটা সামনে গিয়ে পড়ে বল। তখন ডাইভ দিয়ে ক্যাচ নেওয়ার চেষ্টা করেন ম্যাকয়, তবে নিতে পারেননি। আঘাত পান হাতে।

ফিল্ডার বল জমাতে না পারায় জাকের  শামিম দৌড়ে রান নেন। দ্বিতীয় রান নেওয়ার পর বুঝতে পারেন ফিল্ডার আঘাত পেয়ে মাটিতে শুয়ে আছেন। দুই ব্যাটার তখন সুযোগ থাকা সত্ত্বেও আর কোনো রান নেননি।এ সময় ধারাভাষ্যে থাকা বিশপ ঘটনাকে ‘গ্রেট স্পোর্টসম্যানশিপ’ বলে উল্লেখ করেন। শুধু তাই নয়, ম্যাচ শেষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এ ঘটনায় আইসিসির কাছে পুরস্কারের সুপারিশ করেছেন তিনি।

আরও পড়ুন:  আমিরাতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা ঘোষণা

বিশপ লেখেম, ‘যদি আইসিসি ২০২৪ সালের স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড দেয়, আমার পরামর্শ সেই মুহূর্তটিকে দেওয়ার, যখন সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে জাকের ও শামীম রানের জন্য দৌড় থামিয়ে দিয়েছেন এটা বুঝতে পেরে যে, আউটফিল্ড ক্যাচ নিতে গিয়ে ওবেদ ম্যাকয় আঘাত পেয়েছেন।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *