বিবিসি বাংলার এক প্রতিবেদনে বলা হয়, সাদ কান্ধলভী তাবলীগ জামাতে এমন কিছু সংস্কারের কথা বলছেন – যা নিয়ে মূলত তাবলীগ জামাতের মধ্যে বিভক্তি সৃষ্টি করেছে।
এছাড়া অভিযোগ উঠেছে সাদ কান্ধলভী বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় কোরআন, হাদিস, ইসলাম, নবী-রাসুল ও নবুয়্যত এবং মাসআলা-মাসায়েল নিয়ে আপত্তিকর বয়ান করেছেন। যার জন্য দেওবন্দসহ বিশ্ব আলেমদের অনেকেই এসব বয়ানের জন্য প্রকাশ্যে তাঁকে ক্ষমা চাইতে বলেছেন।
কান্ধলভীর সমর্থকরা বলছেন, তাদের নেতার বক্তব্য বা সংস্কারের প্রস্তাব মানতে না পেরেই বাংলাদেশে সংগঠনটির কর্মকাণ্ডকে রাজনৈতিক চেহারা দেওয়া হয়েছে।
ভারতীয় উপমহাদেশে সুন্নি মুসলমানদের বৃহত্তম সংগঠন এই তাবলীগ জামাতের মধ্যে এই দ্বন্দ্ব প্রথম প্রকাশ্য রূপ পায় ২০১৭ সালের নভেম্বরে।
মাওলানা সাদ কান্ধলভী ভারতীয় আলেম। তিনি তাবলীগ জামাতের প্রতিষ্ঠাতা হজরত ইলিয়াস শাহ (রহ.) এর নাতি।