যথাযোগ্য মর্যাদায়  বিজয় দিবস পালন করলো রাবিপ্রবি

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মাধ্যমে মহান বিজয় দিবস পালিত হয়েছে। সকাল সাড়ে নয় ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ীভাবে নির্মিত স্মৃতিসৌধে শহীদদের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পনের মধ্য দিয়ে বিজয় দিবসের কর্মসূচী শুরু হয়।

এর পরে শিক্ষককর্মকর্তাকর্মচারী ও শিক্ষার্থীদের উপস্থিতিতে একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের আর্থিকপ্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা। এসময় আরো উপস্থিত ছিলেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন ও  সহযোগী অধ্যাপক  সূচনা আখতারপরিকল্পনাউন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত)আবদুল গফুরম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত)আসিফা নার্গিসফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ও রাবিপ্রবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. সুপ্রিয় চাকমাএস্টেট দপ্তরের সহকারী রেজিস্ট্রার ও রাবিপ্রবি অফিসার্স এসোসিয়েশন এর সভাপতি  সেতু চাকমা এবং লাইব্রেরি দপ্তরের ক্যাটালগার ও রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির সহ-সভাপতি বর্না চাকমা।

আরও পড়ুন:  প্রেসিডেন্ট পদ ছাড়তে রাজি জেলেনস্কি, চাইলেন ট্রাম্পের সাক্ষাৎ

প্রধান অতিথি বিজয় দিবসের  আলোচনা সভার অনুষ্ঠানে বলেন “৫৩ বছর আগে যাদের আত্নত্যাগের বিনিময়ে আজকে বাংলাদেশের বিজয় দিবস পেয়েছিতাদের আত্নত্যাগ ও মূল্যবোধকে সমানে রেখে এগিয়ে যাওয়ার আহবান জানান। রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতার মন মানসিকতা নিয়ে শিক্ষককর্মকর্তাকর্মচারী ও শিক্ষার্থীদেরকে নিজস্ব অবস্থান থেকে মেধা ও ধৈর্য্যকে কাজে লাগিয়ে সামগ্রিকভাবে কাজ করার আহবান ব্যক্ত করেন। তিনি আরো বলেন, “আমরা সবাই ইতিহাস থেকে শিখবো এবং নতুন নতুন সৃষ্টিশীল জ্ঞানকে আমরা কাজে লাগাবো। যেটা ভুল সেটা আমরা গ্রহণ করবো না”।

আলোচনা অনুষ্ঠানে আলোচনা অনুষ্ঠান সঞ্চালনা করেন জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক জনাব সাইফুল আলম।

আলোচনা সভা শেষে রাবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে বিশ্ববিদ্যালয়ের শিক্ষককর্মকর্তাকর্মচারী ও শিক্ষার্থীদের অংশগ্রহণে বার্ষিক ক্রীড়া ২০২৪ এর ২১ টি ইভেন্টে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান করা হয়।

আরও পড়ুন:  সাময়িক বরখাস্ত হলেন অতিরিক্ত পুলিশ সুপার সানজিদা

এছাড়াও মহান বিজয় দিবস ২০২৪ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও ছাত্রীদের আবাসিক হলে শিক্ষার্থীদের মাঝে আজ রাতে উন্নতমানের খাবার পরিবেশন করার কথা রয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *