গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ওস্তাদ জাকির হুসেন

গুরুতর অসুস্থ অবস্থায় উপমহাদেশের বরেণ্য তবলা বাদক ওস্তাদ জাকির হুসেনকে আমেরিকার সান ফ্রান্সিসকোর এক হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, উচ্চ রক্তচাপ এবং হৃদযন্ত্রের সমস্যার জন্য তার শারীরিক পরিস্থিতির অবনতি হয়। এর পরই রোববার (১৫ ডিসেম্বর) শিল্পীকে হাসপাতালে নেওয়া হয়। যার জেরে বাতিল করা হয়েছে ওস্তাদ জাকির হুসেনের কলকাতার অনুষ্ঠানও।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, শিল্পীর পরিবারের পক্ষ থেকে ভক্ত-অনুরাগীদের কাছে জাকির হুসেনের জন্য প্রার্থনা করতে অনুরোধ করা হয়েছে।

এক বিবৃতিতে শিল্পীর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ‘তবলাবাদক, সংগীতজ্ঞ, প্রাক্তন অভিনেতা তথা ওস্তাদ আল্লা রাখার ছেলে ওস্তাদ জাকির হুসেন অসুস্থ।’

বিবৃতি আরও বলা হয়,‘শারীরিক পরিস্থিতির অবনতি হওয়ায় গুরুতর অবস্থায় তাকে আমেরিকার সান ফ্রান্সিসকোর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অনুরোধ করছি, তার দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করুন।’

আরও পড়ুন:  ৭ দিন বিঘ্নিত হতে পারে বাংলাদেশ স্যাটেলাইটের সেবা

Ostad Zakir

ওস্তাদ জাকির হুসেন। ছবি: সংগৃহীত

জাকিরের হাত ধরেই ভারত পেয়েছে গ্র্যামি পুরস্কার। ‘বেস্ট গ্লোবাল মিউজিক অ্যালবাম’ হিসেবে পুরস্কৃত হয় ভারতীয় ব্যান্ড ‘শক্তি’র গানের অ্যালবাম ‘দিস মোমেন্ট’। বর্তমানে ‘শক্তি’ ব্যান্ডের প্রধান কণ্ঠশিল্পী হলেন শংকর মহাদেবন।

তবলাবাদক হিসেবে রয়েছেন জাকির হুসেন। বেহালায় গণেশ রাজাগোপালন এবং অন্য তালবাদ্যে ভি সেলভাগণেশ। গিটারে জন ম্যাকলকলিন। ২০২৩ সালের ৩০ জুন ‘দিস মোমেন্ট’ অ্যালবামটি মুক্তি পায়। মোট আটটি ট্র্যাক রয়েছে এই অ্যালবামে।

১৯৫১ সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন ওস্তাদ জাকির হুসেন। ভারত সরকারের পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ সম্মানে ভূষিত হয়েছেন তিনি। মাত্র তিন বছর বয়স থেকে তবলার সফর শুরু তার। সাত বছর বয়সে একা মঞ্চে অনুষ্ঠান করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *