পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক হলেন ফজলুল কাদের

রাষ্ট্রায়ত্ত পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক থেকে ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পেয়েছেন মো. ফজলুল কাদের।

আগামী তিন বছর তিনি এই দায়িত্ব পালন করবেন বলে পিকেএসএফ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।ক্ষমতার পট পরিবর্তনের পর গত আগস্ট থেকে ফজলুল কাদের পিকেএসএফের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করছিলেন।১৯৯০ সালের অক্টোবরে পিকেএসএফের ‘ম্যানেজমেন্ট এক্সিকিউটিভ’ হিসেবে চাকরি শুরু করেন। ২০২১ সালের অগাস্টে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হন।

তিনি ১৯৭৯ সালে তৎকালীন মোমেনশাহী ক্যাডেট কলেজ থেকে এসএসএসি এবং ১৯৮১ সালে মির্জাপুর ক্যাডেট কলেজ থেকে এইচএসএসি পাস করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক এবং ১৯৮৮ সালে তিনি এমবিএ ডিগ্রি সম্পন্ন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *