প্রতারণা করে গ্রাহকের টাকা আত্মসাতের মামলায় ই-কমার্স প্রতিষ্ঠান ধামাকা শপিংয়ের এমডি জসিম উদ্দিন চিস্তি, তার স্ত্রী সাইদা রোকসানা খানম, দুই ছেলে-মাসফিক রেদোয়ান চিস্তি ও তাশফির রেদোয়ান চিস্তি এবং ভাই নাজিম উদ্দীন আসিফের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাসহ তাদের সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন আদালত।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) আদালত সূত্রে জানা যায়, জাল জালিয়াতি ও প্রতারণার আশ্রয় নিয়ে গ্রাহকদের অর্থ আত্মসাতের মামলায় তাদের বিরুদ্ধে গত ৮ ডিসেম্বর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বাদীর আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামানের আদালত তাদের আদালতে হাজির করতে গ্রেপ্তারি পরোয়ানা ও ক্রোকি পরোয়ানা জারি করেন।
পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য রাজধানীর বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। একইসঙ্গে আগামী বছরের ২ ফেব্রুয়ারির মধ্যে এ সংক্রান্ত প্রতিবেদন দাখিলের আদেশ দিয়েছেন আদালত। জালিয়াতি ও প্রতারণার অভিযোগ এনে ২০২০ সালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি দায়ের করেন জাহাঙ্গীর আলম নামে এক ব্যক্তি। এরপর আদালত আসামিদের হাজির হতে সমন জারি করেন। তবে আসামিরা আদালতে হাজির না হওয়ায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারে পরোয়ানা জারি করেন। একইসঙ্গে সম্পত্তি ক্রোকের নির্দেশ দিয়েছেন।







