কাজী ইফতেখারুল আলম তারেক 
উপমহাদেশের বিশিষ্ট শ্রমিকনেতা, বর্ষীয়ান রাজনীতিবিদ প্রয়াত কাজী মোহাম্মদ সাঈদ সাহেবের মৃত্যুবার্ষিকী আজ। জীবদ্দশায় মানুষ টাকা জমায়, তিনি মানুষ জমাতেন,ভালোবাসা জমাতেন। বিত্ত-বৈভব,লোভ লালসা, ক্ষমতার মোহ উপেক্ষা করে তিনি গণমানুষের হৃদয়ে পৌঁছাতে পেরেছিলেন, হয়েছেন গণমানুষের প্রিয় নেতা।
তার কথা একসময় রাজপথ শুনতো। দাদুর বজ্রদীপ্ত কণ্ঠের বক্তৃতা, নিপীড়িত মানুষের শ্রম ঘামের অধিকার রক্ষার কথা বলতেন তিনি। মানুষের জীবনমান নিশ্চিতকরণের মতো দুঃসাধ্য কর্মে নিজেকে সম্পৃক্ত রেখেছিলেন। জীবনের সকল সম্ভাবনা মানুষের কল্যাণে কাজে লাগিয়েছিলেন। মানুষের জন্য কী অপার ভালোবাসা লালন করতেন সেই প্রতিদান জিবতদশায় তিনি পেয়েছিলেনও বটে। ওনার মতো এমন ব্যক্তিত্বসম্পন্ন মানুষ এই সমাজে আজ নেই।
একজন নিখাদ দেশপ্রেমিক ছিলেন তিনি। এদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন- সংগ্রামে, রাজপথে সোচ্চার থেকেছেন। এদেশের শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব তিনি। শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার প্রতিষ্ঠায় পাকিস্থান শাসনামলে জেল, জুলুমের শিকার হয়েছেন। আপসহীন ছিলেন বলেই মানুষের হৃদয়ের মণিকোঠায় পৌঁছাতে পেরেছেন। তার মতো সৎ রাজনৈতিক বিরল। একটি শোষণমুক্ত রাষ্ট্র ও সমাজ গড়ার প্রশ্নে তিনি ছিলেন আপোষহীন যোদ্ধা।
তার রেখে যাওয়া স্মৃতি, সুকর্ম, জীবনাদর্শ আমাকে যেকোনো সংকটে এখনও পথ দেখায়। কঠিন দুর্গম পথে সৎ ও সাহসিকতার সঙ্গে পথ চলতে দাদুই আমার অন্তহীন অনুপম প্রেরণা। প্রতিনিয়তই তার প্রিয় স্পর্শ, দিক-নির্দেশনামূলক কথাগুলো আমাকে আন্দোলিত করে। দাদুর মতো এত বড় মানুষ সম্পর্কে সামান্য শব্দে লেখা অসম্ভব। তিনি আমাদের কাছে অলিখিত সম্পদ আর অনুপম সৌন্দর্যের পরিচায়ক। দেশ ও দশের প্রতি তার অসামান্য অবদান, সুখ্যাতি আমাদের অস্তিত্বের অগ্রবেধি অহংকার।
মানুষ অমরত্বের জন্য চিরদিনই তার শক্তি, সাহস , শ্রমকে কাজে লাগিয়েছে। বেশির ভাগ মানুষ অমরত্বের সাধ পায়নি। কিছু মানুষ আজীবন অপরিসীম তাগের জন্য অমরত্ব লাভ করেছে। তিনিও তার মহামহিম জীবন দিয়ে মানুষের কাছে অমর হয়ে আছেন।
দাদুর রেখে যাওয়া সততার প্রাচুর্যে আমরা আজীবন অন্তরীণ থাকতে চাই। তার মহত্ত্ব হৃদয়ে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই মানুষ, সমাজ, রাষ্ট্রের জন্যে। ভাবতেই ভালো লাগে যে এই মহৎ মানুষটি আমার পূর্বসূরী। এমন মানুষের রক্ত ঋণে জড়ানো আমাদের জীবন। আজ থেকে বহুদিন আগে তিনি এই সবুজ গ্রহ ছেড়ে অনন্তের পথে যাত্রা করেছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন দাদুকে জান্নাতবাসী করুন। আমিন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *