দামেস্ক পতনের পর আসাদ নিখোঁজ, ‘বিমান দুর্ঘটনা’ নিয়ে জল্পনা

সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল-আসাদের সন্ধানে বৃহৎ পরিসরের অনুসন্ধান চলছে। বিরোধী পক্ষ দামেস্ক দখল করার ও তার কয়েক দশকের শাসনের অবসানের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার পর থেকেই এই অনুসন্ধান শুরু হয়েছে। সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সিএনএন জানিয়েছে, বিরোধী পক্ষ সামরিক ও গোয়েন্দা কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করছে আল-আসাদের অবস্থান সম্পর্কে তথ্য সংগ্রহের জন্য।

আল-আসাদের ভাগ্য নিয়ে জল্পনা আরো জোরালো হয়, যখন আল-আসাদকে একটি ইলিউশিন-৭৬ বিমান বহন করার সন্দেহ করা হয়।

বিমানটি তার পতনের ঠিক আগে দামেস্ক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। অ্যাক্সিওস জানিয়েছে, বিমানটি উত্তর-পশ্চিম দিকে উড়ে যায় এবং হোমসের কাছে এর উচ্চতা কমায়। তারপর আকস্মিক পথ পরিবর্তন করে বিমানটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায়।অন্যদিকে যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, আল-আসাদ দামেস্ক থেকে একটি ফ্লাইটে করে রবিবার সকালে দেশ ত্যাগ করেছেন।

আরও পড়ুন:  পূর্ব সিরিয়া থেকে সরবে না মার্কিন বাহিনী : পেন্টাগন
এ ছাড়া রয়টার্সের সূত্র মতে, বিমানটি বিধ্বস্ত হয়ে থাকতে পারে এবং এতে আল-আসাদের মৃত্যুর সম্ভাবনা রয়েছে। তাদের এক সূত্র জানিয়েছে, ‘এটি রাডার থেকে অদৃশ্য হয়ে গেছে। সম্ভবত এর ট্রান্সপন্ডার বন্ধ করা হয়েছে, তবে বিমান ভূপাতিত হওয়ার সম্ভাবনা বেশি।’

বিরোধী পক্ষের সামরিক পরিচালনা প্রশাসন রবিবার সকালে প্রেসিডেন্টের পালানোর ঘোষণা দিয়েছে, দামেস্ককে তার শাসন থেকে মুক্ত ঘোষণা করেছে এবং বিশ্বজুড়ে সিরীয়নদের ‘স্বাধীন সিরিয়ায়’ ফিরে আসার আহ্বান জানিয়েছে।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আল-বাথ (দল) শাসনের অধীনে ৫০ বছরের দমন এবং ১৩ বছরের অপরাধ, অত্যাচার ও বাস্তুচ্যুতির পর আমরা এই অন্ধকার যুগের অবসান ও সিরিয়ার নতুন যুগের সূচনা ঘোষণা করছি।’বিরোধী কমান্ডার আহমেদ আল-শারা সব পক্ষকে সরকারি সম্পত্তি রক্ষা করার আহ্বান জানিয়ে এই বিজয়কে ‘আধুনিক ইতিহাসের সর্বশ্রেষ্ঠ বিপ্লব’ বলে বর্ণনা করেছেন। অন্যদিকে সিরিয়ার প্রধানমন্ত্রী মুহাম্মদ গাজি আল-জালালি একটি ভিডিও বার্তায় সরকারি প্রতিষ্ঠানগুলোর শান্তিপূর্ণ হস্তান্তর নিশ্চিত করার অঙ্গীকার করেছেন।

আরও পড়ুন:  স্বৈরশাসক বাশার আল-আসাদের পতনে বিশ্বনেতাদের প্রতিক্রিয়া

এদিকে বিদ্রোহীরা শহর দখলের কয়েক ঘণ্টা পর একটি পৃথক সিরিয়ান এয়ারের ফ্লাইট হোমস থেকে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে উড্ডয়ন করেছে। তবে এর সঙ্গে আসাদ পরিবারের কোনো সম্পর্ক নিশ্চিত করা যায়নি।

তার ভাগ্য ও বিমান নিখোঁজ হওয়ার পরিস্থিতি নিয়ে অনুসন্ধান এখনো চলছে।সূত্র : মিডল ইস্ট মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *