টেলিগ্রামে প্রকাশিত একটি বিবৃতিতে গোষ্ঠীটির নেতাকে তার প্রকৃত নাম আহমেদ আল-শারা হিসেবে চিহ্নিত করা বলা হয়, দামেস্কে পৌঁছনোর পর তিনি ‘আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাতে মাটিতে গড়িয়ে পড়েন’। একটি ভিডিওতে তাকে একটি মাঠে সেজদা করতে দেখা গেছে।
সিরীয়রা রবিবার একটি পরিবর্তিত দেশ দেখতে পেল।
টেলিভিশনে প্রচারিত বিবৃতিতে আরো বলা হয়, ‘আমরা ততক্ষণ থামব না, যতক্ষণ না মহান সিরীয় জনগণের সব অধিকার নিশ্চিত করা না হয়। ভবিষ্যত আমাদের। আমরা বিজয়ের দিকে এগিয়ে চলেছি।
সূত্র : এএফপি