আনন্দের খবর শুনলে রাসুল (সা.) যে কাজ করতেন

 রাসুল (সা.) আনন্দের খবরে সিজদায় লুটিয়ে পড়তেন। কারণ আনন্দ ও দুঃখের সময়ে আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করাই ইসলামের মূল উদ্দেশ্য। আবু বাকরাহ নুফাই বিন আল-হারিস (রা.) বর্ণনা করেছেন, রাসুল (সা.)-এর কাছে যখন কোনো আনন্দদায়ক খবর আসত কিংবা সুসংবাদ আসত তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিজদায় লুটিয়ে পড়তেন। (আবু দাউদ, হাদিস নং : ২৭৭৪) 

সিজদা একজন মুমিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইবাদত।

তা মানুষকে মহান সৃষ্টিকর্তা আল্লাহর কাছে নত করে। এর মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জন করা যায়। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘বান্দা সেই সময় আল্লাহর বেশি নিকটবর্তী হয়, যখন সে সিজদা অবস্থায় থাকে। অতএব তোমরা তখন বেশি বেশি দোয়া করো।
’ (মুসলিম, হাদিস : ৪৮২)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *