রাবিপ্রবির ক্যাফেটেরিয়ার খাবারের দাম বৃদ্ধি

রাবিপ্রবি প্রতিনিধিঃ ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মুখে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপাচার্য, উপ-উপাচার্য, রেজিস্ট্রার পদত্যাগ করলে সম্পূর্ণ ভেঙ্গে পরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ব্যবস্থা। দীর্ঘসময় পরে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ কিছুটা স্বাভাবিক হলেও রাবিপ্রবির ক্যাফেটেরিয়ার হিসাব নিকাশ হঠাৎই পাল্টে গেছে।

গণঅভ্যুত্থানের আগে যে খাবারের দাম শিক্ষার্থীদের নাগালে ছিল। প্রশাসনিক ব্যবস্থা না থাকায় তা বিনা কারণে বৃদ্ধি পেয়েছে। শিক্ষার্থীদের পকেট কেটে বিশ্ববিদ্যালয়ের কাফেটেরিয়া কর্তৃপক্ষ নিজের খেয়াল খুশিমতো মূল্য তালিকা নির্ধারণ করছে। যাতে বিপাকে পড়ছে সাধারণ শিক্ষার্থীবৃন্ধ। খাবারের নতুন মূল্য সংযোজনের ফলে শিক্ষার্থীরা নিরুপায় হয়ে চড়া দামে কম খেয়ে পুষিয়ে নেওয়ার চেষ্টা করছে। এর আগে খাবারের দাম ও মানের বিষয়ে প্রশাসনকে অভিযোগ করলে তাঁদের ব্যবস্থার কারণে শিক্ষার্থীরা কিছুটা উপকৃত হয়েছিলো। কিন্তু বর্তমানে ক্যাফেটেরিয়ার একচেটিয়া ব্যবসা ও প্রশাসনের অনুপস্থিতির কারণে শিক্ষার্থীরা ক্যাফেটেরিয়ার বেঁধে দেয়া দামের কাছে জিম্মি হয়ে পরছে।

আরও পড়ুন:  ৪০ থেকে ৭০ দিনের ছুটিতে যাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান

সরেজমিনে ঘুরে দেখা গেছে প্রতিটি খাবারের দাম বৃদ্ধি পেলেও খাবারের মান ও পরিমাণ আগের চেয়েও কমেছে। এদিকে মূল্য তালিকা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ থাকলেও তা নিয়ে কোন ভাবনা নেই ক্যাফেটেরিয়ার কর্তৃপক্ষের। এই বিষয়ে কথা বলতে চাইলে তাদের কোনো সাড়া পাওয়া যায়নি।

দাম বৃদ্ধি ও খাবারের মান নিয়ে অসন্তোষ প্রকাশ করে নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষার্থী বলেন” ক্যাফেটেরিয়ায় খাবারের দাম বাড়লেও সে অনুযায়ী খাবারের মান সন্তোষজনক নয়। আগের তুলনায় হঠাৎ দাম বৃদ্ধির ফলে আমাদের সমস্যার মধ্যে পড়তে হচ্ছে। আশাকরি মানসম্মত খাবার ও শিক্ষার্থীবান্ধব দাম নির্ধারণের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নিবে।

জরুরি অবস্থায় বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম দায়িত্বে থাকা ড.নিখিল চাকমা বলেন” রাবিপ্রবির সাথে ইতিমধ্যে ইউজিসির বাজেট টিমের সভা অনুষ্ঠিত হয়েছে। আমরা কাফেটেরিয়া বিষয়ে আলাদা কমিটি গঠন করেছি। আশা করছি শিক্ষার্থীদের বিষয় বিবেচনা করে চলতি সপ্তাহের মাঝে এই কমিটি আমাকে রিপোর্ট প্রদান করবে।

আরও পড়ুন:  কেন্দ্রীয় আ.লীগের উপ-কমিটির সদস্য হলেন সালাউদ্দিন বিপ্লব
রাবিপ্রবির একমাত্র ক্যাফেটেরিয়ায় বিনা নোটিশে দাম বাড়ানোকে নেতিবাচকভাবে দেখছেন সাধারণ শিক্ষার্থীবৃন্দ। দ্রুত খাবারের দাম ও মান শিক্ষার্থীবান্ধব করতে প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *