ঢাকায় ভারতীয় দূতাবাসে নিরাপত্তা জোরদার

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার ঘটনার পর, ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিরাপত্তা বাড়ানো হয়েছে।

গতকাল সোমবার (২ ডিসেম্বর) রাত থেকে ঢাকার ভারতীয় দূতাবাসের আশপাশে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ।

ঢাকা মহানগর পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি বিভাগ থেকে জানা গেছে, ভারতীয় দূতাবাসের চারপাশে বাড়তি পুলিশ মোতায়েন এবং নিরাপত্তা চৌকিগুলো সক্রিয় করা হয়েছে। যদিও এসব নিরাপত্তা ব্যবস্থা পূর্ব থেকেই বিদ্যমান, তবে বর্তমানে তা আরও কঠোর করা হয়েছে।

উল্লেখ্য, আগরতলার ঘটনাটি বাংলাদেশে ব্যাপক ক্ষোভের জন্ম দিয়েছে। উগ্রপন্থী হিন্দুত্ববাদী গোষ্ঠীর এই হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের নজির হয়ে উঠেছে। এ বিষয়ে বিভিন্ন সংগঠন ও সাধারণ জনগণ তীব্র প্রতিবাদ জানিয়েছে।

আরও পড়ুন:  ইশরাককে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে নগর ভবনে বিক্ষোভ

এই ঘটনা উভয় দেশের জন্য সংবেদনশীল এবং কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার পাশাপাশি উভয় দেশ এই পরিস্থিতি সুষ্ঠুভাবে সামাল দেয়ার চেষ্টা করছে।

এএইচ//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *