রাবিপ্রবিতে কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত

রাবিপ্রবি প্রতিনিধিঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি)কর্মচারী কল্যাণ সমিতির নব নির্বাচিত কার্যকরী কমিটির (২০২৪-২০২৫) শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বে থাকা শিক্ষক  ড. নিখিল চাকমা উপস্থিত ছিলেন । বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দপ্তরের পরিচালক(ভারপ্রাপ্ত) আবদুল গফুর সহ বিভিন্ন বিভাগের শিক্ষক,কর্মকর্তা এবং কর্মচারী উপস্থিত ছিলেন।

উপস্থিত ছিলেন। এরপরে কর্মচারী কল্যাণ সমিতি নির্বাচন ২০২৪ এর প্রধান নির্বাচন কমিশনার নবনির্বাচিত কর্মচারী কল্যাণ সমিতির কার্যকরী সদস্যদের শপথ বাক্য পাঠ করান।

নির্বাচিত সদস্যবৃন্দকে বিশ্ববিদ্যালয়ের আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্ব শিক্ষক ড. নিখিল চাকমা অভিন্দন জানান এবং গঠনতন্ত্র মেনে কার্যক্রম পরিচালনা করতে ও বিশ্ববিদ্যালয়ের জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আরও পড়ুন:  গ্রিনকার্ড থাকলেই নিশ্চিন্ত নন, যুক্তরাষ্ট্রে শুরু নতুন নজরদারি

উল্লেখ্য, ২০২০ সালের রাবিপ্রবি কর্মচারী কল্যাণ সমিতির প্রথম নির্বাচন অনুষ্ঠিত হয়। আজ সমিতির ৩য় কার্যকরী কমিটি গঠন করা হল। এ নির্বাচিত কমিটি আগামী ২ বছর (২০২৪-২০২৫) পর্যন্ত দায়িত্ব পালন করবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *