বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের প্রতিশ্রুতির সঙ্গে সংগতি রেখে ৪৭তম বিসিএস পরীক্ষার আবেদন ফি কমাবে পিএসসি। আবেদন ফি ৭০০ টাকা থেকে কমিয়ে নতুন হার পুনঃনির্ধারণের বিষয়ে বাংলাদেশ সরকারী কর্ম কমিশন দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করবে।
আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে পিএসসি এ কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্রাসকৃত পরীক্ষার ফি আবেদন শুরুর আগেই প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এবং কমিশনের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার বিকেলে ৪৭তম বিসিএস পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে মোট ৩ হাজার ৪৮৭ শূন্য পদের জন্য পরীক্ষায় অংশ নেবেন। এর মধ্যে প্রশাসন ক্যাডারে শূন্য পদ ২০০, পুলিশ ক্যাডারে ১০০ ও কৃষি ক্যাডারে ১৬৮। এছাড়া নন-কাডার সার্ভিসে শূন্য পদের সংখ্যা ২০১টি।