নিউ ইয়র্কে সাংবাদিক কাজী ইফতেখারুল আলম তারেক সংবর্ধিত

জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে সংবাদ সংগ্রহের জন্য একুশে টেলিভিশনের রাজনৈতিক প্রতিবেদক কাজী ইফতেখারুল আলম তারেক যুক্তরাষ্ট্রে শুভাগমন উপলক্ষে সংবর্ধনা দেয়া হয়েছে।

সম্প্রতি ব্রুকলিনে একটি রেস্টুরেন্টে সন্দ্বীপিদের পক্ষ থেকে এ সংবর্ধনা দেয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন সন্দ্বীপের বিভিন্ন ইউনিয়নের লোকজন।

সংবর্ধনার জবাবে কাজী ইফতেখারুল আলম তারেক বলেন, জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদের অধিবেশনে দ্বিতীয় বারের মতো কাভার করতে এসেছি। সকলের আন্তরিকতা ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে।

তিনি আরও বলেন, আজ আমি অত্যন্ত আনন্দিত ও গর্বিত আপনারা যে ভালোবাসা ও সম্মান দেখিয়েছেন সেটা আমি আজীবন স্মরণ রাখবো।
আমার পেশাগত সম্ভাবনাকে যেন আমি সন্দ্বীপের মানুষের কল্যাণে আরও বেশি কাজে লাগাতে পারি সেজন্য সবার সমর্থন কামনা করছি।

আরও পড়ুন:  যুক্তরাষ্ট্রে ২৬.৬২ শতাংশ বৃদ্ধি বাংলাদেশের পোশাক রপ্তানি

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে সন্দ্বীপিদের অকৃত্রিম ভালোবাসায় সিক্ত হয়ে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন সফল কাভার শেষে কাজী ইফতেখারুল আলম তারেক দেশে ফিরেছেন। তিনি এর আগে আমেরিকা, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, মালেশিয়া, কাতার সহ কয়েকটি দেশ ভ্রমণ ও পেশাগত কারণে সফর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *