রাবিপ্রবিতে বিশ্ব মাৎস্য দিবস পালিত

রাবিপ্রবি প্রতিনিধি ঃ রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের আয়োজনে বিশ্ব মাৎস্য দিবস পালন করা হয়েছে। দিবসটি উপলক্ষে সকালে প্রশাসনিক ভবন-১ থেকে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়। র্যালীটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে একাডেমিক ভবন-১ এসে শেষ হয়।
এরপর দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবন-১ এর সম্মেলন কক্ষে এক সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাবিপ্রবি’র আর্থিক, প্রশাসনিক ও একাডেমিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ড. নিখিল চাকমা। ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক ড. সুপ্রিয় বাংলাদেশের মৎস্য সম্পদ এবং বন সম্পদ নিয়ে এর গুরুত্ব সম্পর্কে সেমিনারে কী নোট স্পীকার হিসেবে উপস্থিত ছিলেন। এছাড়া রাবিপ্রবি সায়েন্স, ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের ডীন ও সহযোগী অধ্যাপক জনাব ধীমান শর্মা এবং ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক জনাব সাদ্দাম হোসেন উপস্থিত ছিলেন। সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব সাহেদ সরওয়ার।
সেমিনার শুরুর আগে সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের ১ম ব্যাচের শিক্ষার্থী সুস্মিতা মহাজনের অকাল মৃত্যুতে শ্রদ্ধা জানাতে ১ মিনিট নিরবতা পালন করা হয়। এরপর বিশ্ব মাৎস্য দিবস উপলক্ষে প্রধান অতিথি, ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থী মিলে কেক কাটা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ড. নিখিল বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে একটি গবেষণার জায়গা। কিন্তু বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের জন্য কোন ল্যাব না থাকায় শিক্ষক এবং শিক্ষার্থীরা গবেষণা কাজের ক্ষেত্রে অনেক পিছে পড়ছে। তাই এখানে একটি ফিশারিজ রিসোর্স ল্যাব করার উদ্যোগ গ্রহণ করার সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অন্যদিকে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সাহেদ সরওয়ার বলেন, আমাদের অপরিকল্পিত ও বদ অভ্যাসের কারণে দিন দিন মৎস্য সম্পদকে ধংস করছি। সেজন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, আমাদের এই কাপ্তাই লেক মনুষ্যসৃষ্ট ধারা দিন দিন অনেক দূষিত হচ্ছে। তাই এ দুষিত লেককে কিভাবে রক্ষা করা যায় সেজন্য বিশ্ববিদ্যালয়ের সবাইকে একসাথে কাজ করার আহবান জানান।
এছাড়া অনুষ্ঠানে শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী আকলিমা আখতার এবং মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন করেন শিক্ষার্থী রিফাত তাসনিয়া নিকিতা। সঞ্চালনায় ছিলেন একই বিভাগের ৩য় ব্যাচের শিক্ষার্থী রুবাইয়া তাবাসসুম এবং আমিনা আবদুল্লাহ।
অনুষ্ঠানে ফিশারিজ এন্ড মেরিন রিসোর্সেস টেকনোলজি বিভাগের শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *