ইসরায়েলে হামলা ঠেকাতে ইরানকে যুক্তরাষ্ট্রের সতর্কবার্তা

যুক্তরাষ্ট্র ইরানকে ইসরায়েলের সর্বশেষ হামলার প্রতিশোধ না নিতে কঠোরভাবে অনুরোধ জানিয়েছে। বাইডেন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে, “ইরান যদি পাল্টা জবাব দিতে চায়, তাহলে আমরা প্রস্তুত আছি। তবে, এই ধরনের উত্তেজনাপূর্ণ পরিস্থিতি আমরা দেখতে চাই না।” যুক্তরাষ্ট্রের এই বার্তায় ইরানকে সতর্ক করা হয়েছে যে প্রতিশোধমূলক পদক্ষেপ নিলে তা ইরানের জন্য গুরুতর পরিণতি ডেকে আনতে পারে।

যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানকে সতর্ক করে বলা হয়েছে, ইসরায়েল ও ইরানের মধ্যে এই হামলা-পাল্টা হামলা এখানেই শেষ হওয়া উচিত। ওয়াশিংটন এই সংকটের সমাধানে নেতৃত্ব দিতে এবং লেবাননে যুদ্ধের অবসান নিশ্চিত করতে প্রস্তুত। পাশাপাশি, আটক জিম্মিদের মুক্তির বিনিময়ে গাজায় যুদ্ধবিরতির উদ্যোগ নিতে চায় যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন:  কোথাও পুলিশ ভেরিফিকেশন থাকবে না : কমিশন

এদিকে, ইরানের আধা-সরকারি তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের আক্রমণের জবাব দিতে ইরান প্রস্তুত রয়েছে। ইরানি রেভ্যুলশনারি গার্ডের (আইআরজিসি) সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে সংস্থাটি জানায়, “ইসরায়েল তার কৃতকর্মের যথাযত প্রতিক্রিয়া পাবে।” উত্তেজনা কমাতে যুক্তরাষ্ট্রের এই কূটনৈতিক উদ্যোগের পাশাপাশি ইরানের শক্ত প্রতিক্রিয়ার বার্তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলছে।

ইরানে অনেকটা ‘প্রতীকী হামলা’ চালিয়ে দায় সাড়েছে ইসরায়েলি বাহিনী। যদিও ইসরায়েলি সামরিক বাহিনী বলছে যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ইসরাইয়েলি বিমান বাহিনী ইরানের ক্ষেপণাস্ত্র উত্পাদন কেন্দ্রগুলোতে আঘাত করেছে যেখানে তৈরি ক্ষেপণাস্ত্র ইরান গত বছর ইসরায়েলে ছুঁড়েছিল। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) দাবি করেছে গতরাতের হামলায় তারা ইরানি আকাশ প্ররিরক্ষা ব্যবস্থাও ধ্বংস করেছে।
যদিও তেহরানের আকাশে ইসরায়েলি ড্রোন প্রতিহত করার একাধিক ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
তবে ইরানের বিমান প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, তেহরান, খুজেস্তান ও ইলাম প্রদেশের সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে ইসরায়েল। তারা বলছে আক্রমণগুলো সফলভাবে প্রতিহত করা হয়েছে তবে কিছু জায়গায় ‘সীমিত ক্ষতি’ হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *