সচিবালয়ে শিক্ষার্থীদের লাঠিচার্জ, অর্ধশতাধিক আটক

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনরায় প্রকাশ এবং ফলাফলে ত্রুটি সংশোধনের দাবিতে সচিবালয়ে ঢুকে পড়া শতাধিক শিক্ষার্থীর ওপর সেনাবাহিনী ও পুলিশ লাঠিচার্জ করে তাদের বের করে দেয়। ঘটনাটি আজ বুধবার বিকেল ৩টা ৫০ মিনিটে ঘটে। লাঠিচার্জের পর শিক্ষার্থীরা পালিয়ে গেলেও অর্ধশতাধিক শিক্ষার্থীকে আটক করা হয়। আটককৃতদের পুলিশের দু’টি প্রিজন ভ্যানে তোলা হয়েছে বলে জানা গেছে।

দুপুর ২টা ৫০ মিনিটের দিকে শতাধিক শিক্ষার্থী সচিবালয়ে প্রবেশ করে বিভিন্ন স্লোগান দিতে শুরু করেন, যেমন “আমার সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, “উই ওয়ান্ট জাস্টিস”, “মুগ্ধের বাংলায় বৈষম্যের ঠাঁই নাই”, এবং “তুমি কে আমি কে, ছাত্র-ছাত্রী”। এই স্লোগানগুলো তারা এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে দিচ্ছিলেন।

আরও পড়ুন:  পাকিস্তানের সেনা-গোয়েন্দারা বাংলাদেশে থাকলে উদ্বিগ্ন হব: ভারতীয় সেনাপ্রধান

সচিবালয়ে উপস্থিত বাংলাদেশ সেনাবাহিনী ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আলোচনায় বসার আহ্বান জানান। সরেজমিনে গিয়ে কয়েকজন শিক্ষার্থীর সঙ্গে কথা বলে জানা যায় যে, তারা সমতার ভিত্তিতে ন্যায্য ফলাফল চায়। তাদের অভিযোগ, বোর্ড থেকে কয়েকজনকে ভালো ফলাফল দেওয়া হয়েছে, অথচ সবাই ভালো পরীক্ষা দিয়েছে। তারা দ্রুত ফলাফল বাতিল করে পুনর্মূল্যায়নের দাবি জানান।

শাহবাগ থানার পেট্রোল ইন্সপেক্টর বুলবুল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে, আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের নিয়ন্ত্রণে কাজ করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *