সংলাপে অংশ নেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে গণফোরাম, এলডিপি, বারো দলীয় জোট, বাংলাদেশ জাতীয় পার্টি (আন্দালিব রহমান পার্থ), জাতীয়তাবাদী সমমনা জোট, গণতান্ত্রিক মুক্তি কাউন্সিল ও লেবার পার্টিকে। তবে জাতীয় পার্টিকে এবারের সংলাপেও আমন্ত্রণ জানানো হয়নি।
প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনায় জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে আলোচনা হয়েছে। মির্জা ফখরুলের মাইনাস টু ফর্মুলা নিয়ে মন্তব্যের জবাবে তিনি বলেন, সরকারের এরকম কোনো পরিকল্পনা নেই এবং এ বিষয়ে কোনো আলোচনা হয়নি বা ভবিষ্যতেও হবে না।
তিনি আরও বলেন, চাঁদাবাজির বিরুদ্ধে সরকার কঠোর অবস্থানে রয়েছে এবং বাজার সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে। কারা দাম বাড়াচ্ছে, তা জানা গেলে সরকার ব্যবস্থা নেবে। পরিবহন খাতে চাঁদাবাজির বিষয়েও কাজ চলছে, এবং আড়তদাররা সরাসরি খামার থেকে ডিম সংগ্রহের বিষয়ে ব্যবসায়ীদের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।