এক নজরে বিপিএলের সব দলের চূড়ান্ত স্কোয়াড

বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) এর একাদশ আসর আগামী ২৭ ডিসেম্বর থেকে শুরু হতে যাচ্ছে। এই আসরে পুরোনো চারটি দল—রংপুর, খুলনা, সিলেট, ও বরিশালের সঙ্গে নতুন তিনটি দল যোগ দিচ্ছে: ঢাকা, চট্টগ্রাম, ও রাজশাহী।

নতুন তিনটি দলের মধ্যে চট্টগ্রাম আগেও বিপিএলে অংশ নিয়েছিল, এবং এবার তারা তাদের পুরনো নাম চট্টগ্রাম কিংস নিয়েই ফিরছে। অন্যদিকে, ঢাকা নতুন নাম নিয়ে ফিরে আসছে ঢাকা ক্যাপিটালস হিসেবে, আর দীর্ঘদিন পর রাজশাহী নতুন নামে বিপিএলে অংশ নিচ্ছে।

বিপিএলের একাদশ আসরের জন্য দলগুলো কাগজে-কলমে শক্তিশালী স্কোয়াড গঠন করেছে, বিশেষ করে গতবারের চ্যাম্পিয়ন ফরচুন বরিশাল। তারা স্থানীয় ও বিদেশি ক্যাটাগরিতে মানসম্পন্ন খেলোয়াড়দের দলভুক্ত করেছে। এছাড়া, রংপুর রাইডার্স এবং নতুন নামকরণ করা ঢাকা ক্যাপিটালসও শক্তিশালী দল গড়েছে। এক নজরে দলগুলোর পরিস্থিতি এমন:

ঢাকা ক্যাপিটালস
সরাসরি চুক্তিতে: তানজিদ হাসান তামিম ও মোস্তাফিজুর রহমান, স্টিফেন এসকেনজাই।
ড্রাফট থেকে: লিটন দাস, হাবিবুর রহমান সোহান, আবু জায়েদ চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সাইম আইয়ুব (পাকিস্তান), আমির হামজা হোটাক (আফগানিস্তান), সাব্বির রহমান, মুনিম শাহরিয়ার, আসিফ হাসান মিতুল, শাহাদাত হোসেন দিপু।
সিলেট স্ট্রাইকার্স
সরাসরি চুক্তিতে: জাকের আলী অনিক।
ধরে রাখা: জাকির হাসান ও তানজিম হাসান সাকিব।
ড্রাফট থেকে: রনি তালুকদার, মাশরাফি বিন মুর্তজা, আল-আমিন হোসেন,  আরফাত সানি, রাকিম কর্নওয়াল (ওয়েস্ট ইন্ডিজ), সামিউল্লাহ শেনওয়ারি (আফগানিস্তান), রুয়েল মিয়া, আরিফুল হক, নিহাদুজ্জামান, নাহিদুল ইসলাম, রিচ  টপলি (ইংল্যান্ড)।
চিটাগং কিংস
সরাসরি চুক্তিতে:  সাকিব আল হাসান ও শরিফুল ইসলাম, বিনুরা ফার্নেন্দো (শ্রীলঙ্কা), অ্যাঞ্জেলো ম্যাথুজ (শ্রীলঙ্কা), মঈন আলী(ইংল্যান্ড), উসমান খান (পাকিস্তান), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র (পাকিস্তান)।
ড্রাফট থেকে: শামীম হোসেন পাটোয়ারি, পারভেজ হোসেন ইমন,  খালেদ আহমেদ, আলিস আল ইসলাম, গ্রায়েম ক্লার্ক (ইংল্যান্ড), থমাস ও’কর্নেল  (অস্ট্রেলিয়া), মোহাম্মদ মিঠুন, নাঈম ইসলাম, মারুফ মৃধা, রাহাতুল ফেরদৌস জাভেদ, শেখ পারভেজ জীবন, মার্শাল আইয়ুব।
সরাসরি চুক্তিতে: মোহাম্মদ সাইফুদ্দিন, খুশদিল শাহ (পাকিস্তান), ইফতেখার আহমেদ (পাকিস্তান), আলেক্স হেলস (ইংল্যান্ড), মোহাম্মদ নবি (আফগানিস্তান)।
ধরে রাখা: নুরুল হাসান সোহান ও শেখ মেহেদী হাসান।
ড্রাফট থেকে: নাহিদ রানা, সাইফ হাসান, সৌম্য সরকার , রাকিবুল হাসান, আকিফ জাভেদ (পাকিস্তান), কার্টিস ক্যাম্ফার (আয়ারল্যান্ড), রেজাউর রহমান রাজা, ইরফান শুক্কুর, কামরুল ইসলাম রাব্বি, তওফিক খান তুষার।
সরাসরি চুক্তিতে: মেহেদী হাসান মিরাজ, ওশান থমাস (ওয়েস্ট ইন্ডিজ), মোহাম্মদ নওয়াজ (পাকিস্তান)
ধরে রাখা: আফিফ হোসেন ও নাসুম আহমেদ।
ড্রাফট থেকে: হাসান মাহমুদ, নাঈম শেখ, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম অঙ্কন, মোহাম্মদ হাসনাইন (পাকিস্তান), লুইস গ্রেগরি (ইংল্যান্ড), আবু হায়দার রনি, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান রাব্বি, মাহমুদুল হাসান জয়।
দুর্বার রাজশাহী
সরাসরি চুক্তিতে: এনামুল হক বিজয়।
ড্রাফট থেকে: তাসকিন আহমেদ, জিসান আলম,  ইয়াসির আলী রাব্বি, সাব্বির হোসেন , সাদ নাসিম (পাকিস্তান), লাহিরু সামারাকুন(শ্রীলঙ্কা), সানজামুল ইসলাম, এম মেহরব হোসেন, আকবর আলী, হাসান মুরাদ, শফিউল ইসলাম সুহাস, মোহর শেখ অন্তর।
ফরচুন বরিশাল
সরাসরি চুক্তিতে: তাওহীদ হৃদয়, ডেভিড মালান (ইংল্যান্ড), ডেভিড মিলার (ইংল্যান্ড), কাইল মেয়ার্স (ওয়েস্ট ইন্ডিজ), ফাহিম আশরাফ (পাকিস্তান), মোহাম্মদ আলী (পাকিস্তান), খান জাহানবাদ (পাকিস্তান)।
ধরে রাখা: তামিম ইকবাল ও মুশফিকুর রহিম।
ড্রাফট থেকে: মাহমুদউল্লাহ রিয়াদ, তানভীর ইসলাম, নাজমুল হোসেন শান্ত, রিপন মন্ডল, জেফস ফুলার (ইংল্যান্ড), পাথুম নিশানকা (শ্রীলঙ্কা), ইবাদত হোসেন, নাঈম হাসান, রিশাদ হোসেন, তাইজুল ইসলাম, নাদ্রে বার্গার (দক্ষিণ আফ্রিকা), শহিদুল ইসলাম, আরিফুল ইসলাম।

…….ডিডিজে নিউজ/এম এফ

আরও পড়ুন:  হাঁটু গেড়ে শেখ হাসিনার সঙ্গে কুশল বিনিময় করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *